GT vs MI IPL 2025: আইপিএলে (IPL 2025) খারাপ শুরু মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে চিপকে চেন্নাইয়ের পর এবার আমেদাবাদে গুজরাটের কাছে ৩৬ রানে হারলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-রা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স (Gujrat Titans) উড়িয়ে দিল তাদের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি MI-কে। রোহিত, হার্কিকদের বিরুদ্ধে এদিন দুরন্ত বোলিং করলেন গুজরাট টাইটান্সের দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। একেবারে খারাপ ব্যাটিং করলেন রোহিত শর্মা (৮), হার্দিক পান্ডিয়া (১৭ বলে ১১)-রা।
সাই, সিরাজ, কৃষ্ণায় জয়
গুজরাটের পেসার মহম্মদ সিরাজের ৩৪ রানে ২ উইকেট আর প্রসিধ১৮ রানে ২ উইকেটের স্পেলটা বড় ব্যবধান গড়ে দিল। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের ওপেনার সাই সুদর্শনের ৪১ বলে ৬৩ রানের ইনিংসটা টাইটান্সের জয়ে বড় ভূমিকা নিল।
কীভাবে জিতল গুজরাট
আইপিএলে (IPL 2025) খারাপ শুরু মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে চিপকে চেন্নাইয়ের পর এবার আমেদাবাদে গুজরাটের কাছে ৩৬ রানে হারলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-রা।জয়ের জন্য ১৯৬ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার রোহিত ও রায়ান রিকেলটন (৬)-র উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। সিরাজ দুরন্ত স্পেলে আউট করেন মুম্বইয়ের দুই ওপেনারকে। এরপর তিলক ভর্মা ও সূর্যকুমার যাদব ভাল ব্যাটিং করে দলকে ম্যাচ ফেরানোর চেষ্টা করে যান।
এক নজরে স্কোরবোর্ড
#GT's first win of the season - Aava De! 💪
With that, this is the 8th time #MI have lost their first two matches in a season! 😳#IPLonJioStar 👉 #DCvSRH | SUN, 30 MAR, 2:30 PM | LIVE on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! | #IndianPossibleLeague pic.twitter.com/oWh1N8uNvu
— Star Sports (@StarSportsIndia) March 29, 2025
তিলকের আউটের পর ম্যাচে জাঁকিয়ে বসে গুজরাট
কিন্তু তৃতীয় উইকেটে ৬২ রানের পার্টনারশিপ করে প্রসিধ কৃষ্ণার বলে তিলক (৩৬ বলে ৩৯)-র আউটের পরেই গুজরাট ম্যাচে জাঁকিয়ে বসে। এরপর রবিন মিঞ্জে (৩)-র দ্রুত ফিরে যাওয়া আর হার্দিকের খারাপ ব্যাটিংয়ে ক্রমশ ম্যাচে হারিয়ে যায় মুম্বই। সূর্যকুমার যাদব (২৮ বলে ৪৮)-এর আউটের পরই নিশ্চিত হয়ে যায় গুজরাট এবারের আইপিএলে তাদের প্রথম জয় পাচ্ছে।
এবার সোমবার ওয়াংখেড়েতে কলকাতা বনাম মুম্বই
এবারের আইপিএলের প্রথম দুটো ম্যাচে হেরে এবার সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ন্স। এই প্রথমবার হার্দিকরা এবারের আইপিএলে হোম ম্য়াচে খেলতে নামবেন।