Richa Ghosh. (Photo Credits: Twitter)

ক্যুইন্সটাউন, ২২ ফেব্রুয়ারি: বাংলার ১৮ বছরের মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh) অনন্য কীর্তি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করে শি শিলিগুড়ির মেয়ে কীর্তি গড়লেন। তবু ক্যুইন্সটাউনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে-তে ৬৩ রানে লজ্জার হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হওয়ায় ৫০ ওভারের ম্যাচ হয়ে যায় ২০ ওভারের। ওভার সংখ্যা কমিয়ে দুটি দল ২০ ওভারের খেলায় নামে। ১৯১ রান তাড়া করতে নেমে মিতালী রাজরা মাত্র ১২৮ রানে অল আউট হয়ে,  পাঁচ ম্যাচের সিরিজে ০-৪ পিছিয়ে পড়ল। বৃহস্পতিবার, সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে শুধুই হোয়াইটওয়াশ রোখার হয়ে গেল। চলতি নিউ জিল্যান্ড সফরে একমাত্র টি টোয়েন্টি সহ টানা পাঁচটা ম্যাচে হারল ভারতীয় মহিলা দল। আগামী মাসে এই নিউ জিল্যান্ডেই বিশ্বকাপে খেলতে নামছেন মিতালী রাজের দল।

রান তাড়া করতে  নেমে ৬ নম্বরে ব্যাট করতে নেমে রিচা ২৯ বলে ৫২ রানের রেকর্ড গড়া ইনিংস খেললেন। রিচা যখন ব্যাট করতে নামেন তখন দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৯। শেফালি ভর্মা (০), থেকে স্মৃতি মন্ধনা (১৩) -রা মত তারকারা আউট হয়ে গিয়েছেন। সেখান থেকে সবাইকে চমকে ৪টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে রিচা হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর কিউই পেসার হেইলি জেনসেনর বলে আউট হয়ে যান। রিচা যতক্ষণ ক্রিজে ছিল মনে হচ্ছিল, চলতি কিউই সফরে প্রথম জয়টা পেয়ে যাবে ভারত। আরও পড়ুন: 

বাংলাদেশ দলে ফিরলেন সাকিব আল হাসান 

দেখুন টুইট

রিচা আউট হওয়ার পরই ভারতীয় দলের ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। রিচার আউটের পর দলের বাকি ৫টা উইকেট পড়ে মাত্র ৩২ রানে। রিচা ছাড়া আর মাত্র দু ভারতীয় ব্যাটার দু অঙ্কের রান করেন-মিতালী রাজ (৩০), স্মৃতি মন্ধনা (১৩)। শেফালি, ভাটিয়া সহ ভারতের চারজন ব্যাটার কোনও রানই করতে পারেননি। দু আজ খেলতে পারেননি ঝুলন গোস্বামী।