PM Modi Congratulates Manu Bhaker. (Photo Credits: X)

প্যারিসে ফোন করে অলিম্পিক পদকজয়ী শ্য়ুটার মানু ভাকের (Manu Bhaker)-কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।  "তুমি দেশের মুখ উজ্জ্বল করেছো। ইতিহাস লিখেছো। অনেক অনেক অভিনন্দন।"দেশের প্রথম মহিলা শ্যুটার হিসবে অলিম্পিকে পদক জেতা মানু ভাকেরকে ফোন করে এভাবেই অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। প্রধানমন্ত্রীর ফোনে আপ্লুত মানু তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

মানু জানিয়েছেন, অলিম্পিকে খেলতে আসার আগেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর কথা হয়।

দেখুন ভিডিয়ো

পদক জিতে তাঁর পদক জয়ের সাফল্যের জন্য জাতীয় শ্যুটিং ফেডারেশন (NRAI), সাই (SAI), কেন্দ্রীয় যুব-ক্রীড়াকল্যাণ মন্ত্রক, হরিয়ানা সরকার, কোচ যশপাল রানা ও অলিম্পিক গোল্ড কোয়েস্ট কর্মসূচির প্রতি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

পদক জিতে মানুর টুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী মানুকে শুভেচ্ছা জানিয়ে বললেন, " দারুণ করেছো। ঐতিহাসিক পদক। স্পেশাল পদক। আরও স্পেশাল কারণ প্রথম মহিলা হিসেবে শ্য়ুটিং থেকে পদক আনল ও। অবিশ্বাস্য কৃতিত্ব।"