India Test Team (Photo Credit: BCCI/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আজ ভারত বনাম অস্ট্রেলিয়া (AUS বনাম IND) দিনের তৃতীয় সেশনে মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড হঠাৎ করে একে অপরের কয়েক বলের মধ্যে আউট হলে ভারত এই ম্যাচে প্রথম একটু আশা খুঁজে পায়। বুমরাহর বলে শূন্য রানে হেড আউট হলে ভারতের আত্মবিশ্বাস বাড়ে। এরপরে বুমরাহ মিচেল মার্শের উইকেট নিয়ে ফের আঘাত করেন। তৃতীয় সেশনে ড্রিংকস বিরতির পর প্রথম বলেই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে স্টিভ স্মিথের সঙ্গে লাবুশানের দাপুটে জুটি শেষ হয়ে যায়। লাবুশানে ১৪৫ বলে ৭২ রান করেন এবং স্মিথের সাথে তার জুটি তৃতীয় উইকেটে ১২৭ বলে ৮৩ রান নিয়ে আসে। Will Virat Kohli be Banned? কনস্টাসের সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলা করায় ব্যান হবেন কোহলি? কি বলছে আইসিসি নিয়ম

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিনের স্কোরকার্ড

এরপর স্মিথের সঙ্গে ৫০ রানে জুটি বেঁধে ৪১ বলে ৩১ রানে আউট হন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। কাল সকালে শতকের আশা নিয়ে ফের ব্যাটিং করতে আসবেন স্টিভ স্মিথ (৬৮*) এবং অধিনায়ক প্যাট কামিন্স (৮*)। আজকে দিনের শেষ অজিদের স্কোর-৩১১/৬। আজ বক্সিং ডে টেস্টের শুরুতেই স্যাম কনস্টাস প্রথম সেশনে কিছু দুঃসাহসী হিট দিয়ে শুরু করেন। তাঁর ব্যাটিংয়ে বিরক্ত হয়ে ভারতীয় বোলররা। তরুণ কনস্টাসের ব্যাটিং থেকে আত্মবিশ্বাস নিয়ে দুর্দান্ত ওপেনিংয়ে হাফ সেঞ্চুরি করেন খোয়াজা। এরপর ১২১ বলে ৫৭ রান করে ভারতের পেস তারকা বুমরাহর বলে আউট হন তিনি। কনস্টাস প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখেন। মাত্র ৫২ বলে স্কুপ করে হাফসেঞ্চুরি করেন তিনি৷ এরপর রবীন্দ্র জাদেজা ৬৫ বলে ৬০ রানে কনস্টাসকে আউট করে ভারতের দুঃখের অবসান ঘটান। বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।