জিম্বাবোয়েতে খেলতে নেমেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে বসেছিল পাকিস্তান। তবে টি-২০-তে তেমন কিছু হল না। রবিবার বুলাওয়েতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ৫৭ রানে অনায়াসে হারিয়ে দিল পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল সলমেনর দল। জিম্বাবোয়েতে ক দিন আগে ওয়ানডে সিরিজে ২-১ জিতেছিল পাকিস্তান।
প্রথমে ব্যাট করে সলমন আঘা-র নেতৃত্বে খেলা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৬৫ রান। উসমান খান (৩০ বলে ৩৯), তায়াব তাহির (২৫ বলে ৩৯) ও ইরফান খান (১৫ বলে ২৭) ভাল ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে একেবাই খারাপ ব্যাটিং করে জিম্বাবোয়ে। তবে তারই মধ্যে ভাল খেলেন শুধু অধিনায়ক সিকান্দার রাজা (২৮ বলে ৩৯)। রাজা ছাড়া দু অঙ্কের না করেন শুধু উইকেটকিপার-ওপেনার মারুমনি (৩৩)। জিম্বাবোয়ে তাদের শেষ ৭টি উইকেট হারায় ২১ রানের মধ্যে।
রাজাদের হারালেন সলমনরা
Pakistan beat Zimbabwe by 57 runs to take a 1-0 lead in the 3-match series.#ZIMvPAK #VisitZimbabwe 📝 https://t.co/eYaNe7a8zu pic.twitter.com/4tFtdinkeP
— Zimbabwe Cricket (@ZimCricketv) December 1, 2024
পাকিস্তানের লেগ স্পিনার আব্রার আহমেদ ২৮ রানে ৩টি , বাঁ হাতি স্পিনার সুফিয়ান মুকুইম ২০ রানে ৩টি ও পেসার হ্যারিস রউফ ১৭ রানে ২টি উইকেট নেন। মঙ্গলবার টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বুলাওয়েতে খেলবে দুই দেশ।