কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)-র মুকুটে নয়া পালক। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন মেসি (MessI। বিশ্বকাপ জেতা আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি এবার পাচ্ছেন '। আর ক' দিন পরেই সরকারীভাবে প্রাক্তন হতে চলা প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়বেলায় মেসিকে 'প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম'পুরস্কার দিতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে মেসিকে বিবেচিত করার পিছনে সবচেয়ে বড় কারণ হল, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার যেভাবে আমেরিকার সকার (সেখানে ফুটবলকে বলা হয় সকার)-কে বদলে দিয়েছেন।
কেন পুরস্কার মেসিকে
বিশ্বকাপ জয়ের পর সৌদি আরবের বিপুল অর্থের প্রস্তাব ফিরিয়ে মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি-তে যোগ দিয়েছিলেন। ২০২৩ সালের জুলাই মেজর লিগ সরকারের ক্লাবে মেসির যোগদানের পর সাধারণ মার্কিনীদের মধ্যে ফুটবলকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সেলেব থেকে আমেরিকার সাধারণ মানুষ মেসির জন্য ফুটবল মাঠে ভিড় জমাচ্ছেন। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেসির সৌজন্যে আম মার্কিনীদের ফুটবলপ্রেম বাড়ায় আয়োজকদের দারুণ সুবিধা হচ্ছে। প্রায় বছর দেড়েক খেলার পর মেসি এবার মার্কিন ক্লাব ছাড়তে পারেন বলে জোর জল্পনা।
মেসিকে সর্বোচ্চ মার্কিন নাগরিক সম্মান প্রেসিডেন্ট জো বাইডেনের
🚨 BREAKING NEWS 🚨
Joe Biden is set to honor the GOAT 🐐 Lionel Messi with the Presidential Medal of Freedom - the highest civilian award in the US! 🇺🇸✨
Imagine that, from the soccer fields to the White House! Messi's magic isn't just on the pitch; it's recognized worldwide!… pic.twitter.com/I790b4MDlA
— know the Unknown (@imurpartha) January 4, 2025
বাইডেনের অতি পছন্দের মেসি
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বসার আগে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শেষ বড় কাজটা মেসির গলায় পদক ঝুলিয়েই শেষ করতে চান বলে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ।