নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) সাংবাদিক মুকেশ চন্দ্রকর হত্যা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। বিজাপুর সাইবার পুলিশ এবং এসআইটি (SIT) টিম হায়দরাবাদ (Hyderabad) থেকে অভিযুক্ত সুরেশ চন্দ্রকরকে গ্রেফতার করেছে। সাংবাদিক মুকেশ চন্দ্রকর বিজাপুরে রাস্তা নির্মাণে কোটি টাকার দুর্নীতির কথা ফাঁস করেছিলেন। এই রাস্তা নির্মাণের ঠিকাদারি পেয়েছিলেন সুরেশ চন্দ্রকর। সাংবাদিক মুকেশ রাস্তা নির্মাণ এবং টেন্ডার দেওয়ার বিষয়ে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি। সাংবাদিকের খোঁজ শুরু হতেই তদন্তে পুলিশ সেপটিক ট্যাঙ্ক তাঁর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, গত ১ জানুয়ারি তিনি খুন হন। ঘটনাটি ঘটিয়েছে সুরেশ চন্দ্রকারের ভাই রিতেশ চন্দ্রকর এবং সুপারভাইজার মহেন্দ্র রামটেক। তিন দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে সাংবাদিকের দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে খবর, বছরের প্রথম দিন সুরেশ চন্দ্রকরের ভাই রিতেশ সাংবাদিককে ডেকে পাঠিয়েছিলেন। মুকেশ চন্দ্রকর নির্দিষ্ট স্থানে পৌঁছালে সুপারভাইজার মহেন্দ্র ও ভাই রিতেশ তাঁকে নির্মমভাবে হত্যা করে। সাঙ্গাবাদিকের শরীরে ছুরির আঘাত মিলেছে। নির্মমভাবে হত্যার পর তাঁর দেহ একটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। খুনের মামলায় অভিযুক্ত সুরেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার আরও তদন্ত চলছে।