নয়াদিল্লিঃ কেটে গিয়েছে প্রায় ১০ ঘণ্টা। এখনও ৫৪০ ফিট গভীর কুয়োয়(Borewell) আটকে ১৮ বছরের তরুণী। চলছে উদ্ধারকার্য। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) কচ্ছ জেলায়(Kutch District)। জানা গিয়েছে , রাজস্থানের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গুজরাটে আসেন। স্থানীয় সূত্রে খবর, সোম সকালে আচমকাই কুয়োয় পড়ে যান ওই তরুণী। বর্তমানে ৪৯০ ফিট গভীরে আটকে রয়েছেন তিনি। দেওয়া হয়েছে অক্সিজেন সাপোর্ট। ক্যামেরার সাহায্যে সবটা পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুয়োয় পড়ে গেল ১৮ বছরের তরুণী
জানা গিয়েছে এই মুহূর্তে অচৈতন্য অবস্থায় কুয়োর মধ্যে আটকে থাকতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। উদ্ধারকাজে হাত লাগিছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছেন বিএসএফ জওয়ানরাও। দ্রুত ওই তরুণীকে উদ্ধার করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, বছরের শুরুতেই রাজস্থানে এই একই ধরনের ঘটনা ঘটে। ১ জানুয়ারি কুয়ো থেকে উদ্ধার হয় ১ বছরের শিশুর দেহ। তাঁর আগে গত ২৩ ডিসেম্বর সারাউন্দ এলাকায় কুয়োর পড়ে যায় তিন বছরের শিশু কন্যা। ঘন ঘন এই ধরনের ঘটনা কার্যত ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।
৫৪০ ফিট গভীর কুয়োয় আটকে তরুণী
Teen Falls Into Borewell In Gujarat's Kutch Days After 3-Year-Old Chetna's Deathhttps://t.co/83kLDhzGsw pic.twitter.com/HlCa6ZRto0
— NDTV (@ndtv) January 6, 2025