বিরোধী নেত্রীদের নিয়ে কু-মন্তব্য অব্যাহত রেখেছেন কালকাজি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি (Ramesh Bidhuri)। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র পর আপ নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি (Delhi CM Atishi) মার্লেনা-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠলল রমেশ বিদুরির বিরুদ্ধে। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আতিশির বিরুদ্ধে বিজেপির হয়ে কালকাজি থেকে লড়বেন দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ রমেশ বিদুরি।
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে রমেশ বিধুরি তার প্রতিপক্ষ অতিশিকে আক্রমণ করে বলেন, " ওর (অতিশি) কোনও ঠিক নেই। ও তো নিজের বাবাকেও বদলে ফেলেছেন।"রমেশ বিদুরির এমন কু-মন্তব্য নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী অতিশি।
দেখুন কীভাবে কান্নায় ভেঙে পড়লেন অতিশি
#WATCH | Delhi CM Atishi breaks down while speaking about BJP leader Ramesh Bidhuri's reported objectionable statement regarding her. pic.twitter.com/CkKRbGMyaL
— ANI (@ANI) January 6, 2025
এক জনসভায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বিজেপি প্রার্থী রমেশ বিদুরি বলেন, "কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে অতিশি তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র।”
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে রমেশ বিদুরি মন্তব্য করেছিলেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। বিতর্ক হলে পরে তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। এর আগে সংসদে দাঁড়িয়ে ইউপি-র এক মুসলিম সাংসদকে সরাসরি আক্রমণ করে কু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন রমেশ বিধুরি।