Mitchell Marsh in BBL 2024-25: মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে পার্থ স্কর্চার্স (Perth Scorchers) দলে ফিরছেন মিচেল মার্শ। প্রায় তিন বছর পর প্রথম বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। সিডনি সিক্সার্সের বিপক্ষে বিবিএল ১১-এর ফাইনালে স্কর্চার্সের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সম্প্রতি অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন মার্শ। চার টেস্ট খেললেও সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। পার্থ স্কর্চার্সের হয়ে ১৯০৪ রান করে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মার্শ। অধিনায়ক অ্যাশটন টার্নারের ২,১৭৮ রানের পরিসংখ্যানের চেয়ে তার পরিসংখ্যান আরও ভাল। মার্শ ফিরে আসার সাথে সাথে তিনি ফিন অ্যালেন এবং তরুণ কুপার কনোলির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ অর্ডারে অতিরিক্ত ফায়ারপাওয়ার যোগ করবেন। মার্শের পাশাপাশি স্কর্চার্স দলে ফিরছেন অভিজ্ঞ ঝাই রিচার্ডসনও। চতুর্থ ও পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া দলে থাকার পর শেষ চার ম্যাচের তিনটিতেই খেলতে পারেননি তিনি। Daniel Sams Cameron Bancroft Collision: বিবিএলে ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে ভয়াবহ ধাক্কার পর প্রথমবার মুখ খুললেন ড্যানিয়েল স্যামস
পার্থ স্কর্চার্সে ফিরছেন মিচেল মার্শ
JUST IN: Mitch Marsh has been added to the @ScorchersBBL squad for their match against the Renegades tomorrow night at Perth Stadium. #BBL14 pic.twitter.com/t7iDpKGv2I
— KFC Big Bash League (@BBL) January 6, 2025
তিন বছর পর বিগ ব্যাশ লিগে ফিরছেন মিচেল মার্শ
The Bison is back 🦬
For the first time in 1,075 days, Mitch Marsh returns to the Big Bash! #BBL14 pic.twitter.com/zRPLi71QMq
— KFC Big Bash League (@BBL) January 6, 2025