বিশ্ব ফুটবল হারাল আরও এক নক্ষত্র পতন। পেলে, মারাদোনার পর দুনিয়া ছেড়ে গেলেন জার্মান ফুটবলের চির কিংবদন্তি জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ( Franz Beckenbauer)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন 'কাইজার'। সোমবার ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন জার্মানি তথা বার্য়ান মিউনিখের কিংবদন্তি ফুটবলার-কোচ বেকেনবাওয়ার। জার্মান তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বেকেনবাওয়ার বিশ্বকাপ ফুটবল থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ-সব কিছুই জিতেছেন। ব্যালন ডি'অরও পেয়েছেন। কোচ হয়ে জার্মানিকে একবার বিশ্বকাপ এনে দিয়েছেন, একবার জিতিয়েছেন ইউরোপিয়ান কাপ। সঙ্গে আরও একবার কোচ হয়ে জার্মানিকে ফাইনালে তুলেছিলেন। ফুটবল বিশ্বে সব জিতেছির বিরল দুনিয়ায় বেকেনবাওয়ার প্রথমের দিকে থাকবেন। তবে বেকেনবাওয়ারের শ্রেষ্ঠত্ব শুধু কাপ জয়ের সঙ্গেই সীমাবদ্ধ থাকে না।
১৯৭৪ বিশ্বকাপে দেশের মাটিতে পশ্চিম জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বেকেনবাওয়ারের অবদান ছিল সবচেয়ে বেশী। সেই বিশ্বকাপে তিনিই ছিলেন দেশের অধিনায়ক। তার দু বছর আগে জার্মানিকে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ট্রফি এনে দিয়েছিলেন। তিনিই বিশ্ব ফুটবলের প্রথম ব্যক্তি যিনি ফুটবলারের পর কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন। ১৯৯০ বিশ্বকাপে মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেকেনবাওয়ারের কোচিংয়ে খেলা জার্মানি। আরও পড়ুন-মাত্র ৩২ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন
দেখুন খবরটি
German legend Franz Beckenbauer has passed away today aged 78.
RIP, Franz. 👑🕊️ pic.twitter.com/IwdSA5KaiT
— Fabrizio Romano (@FabrizioRomano) January 8, 2024
তার চার বছর আগে মারাদোনার জেতা প্রথম বিশ্বকাপে, কোচ বেকেনবাওয়ারের জার্মানি রানার্স হয়েছিল। বেকেনবাওয়ারের পর ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল নজির গড়েন ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়র দেঁশ। শুধু দেশের হয়েই নয়, বায়ার্ন মিউনিখের জার্সিতেও ব্যাপক সাফল্য পান বেকেনবাওয়ার। তাঁর জমানাতেই বায়ার্নে ট্রফির লাইন লেগে গিয়েছিল। ২০০৬ ফিফা বিশ্বকাপ জার্মানিতে আনার পিছনে বেকেনবাওয়ারের বড় অবদান ছিল।