Mohammedan SC vs Jamshedpur FC (Photo Credit: Durand Cup/ X)

Mohammedan SC vs Jamshedpur FC, ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমের (Indian Super League 2024-25) লিগ ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মহমেডান এসসি। আজ, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই ম্যাচ আয়োজিত হয়েছে কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। মহামেডান এসসি তাদের শেষ পাঁচটি খেলায় জয়হীন রয়েছে। ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। অন্যদিকে তৃতীয় স্থান দখল করেছে জামশেদপুর এফসি। আসন্ন ম্যাচে জিতলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে ব্যবধান কমিয়ে ২ পয়েন্টে নামিয়ে আনবে তারা। আগের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-৩ গোলে হেরেছিল মহামেডান এসসি। জামশেদপুর এফসি তাদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ০-২ গোলে হেরেছে। আইএসএলে মাত্র একবারই জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছে মহামেডান এসসি। সেই ম্যাচে জামশেদপুর এফসি ৩-১ গোলে জিতেছিল। Hyderabad FC vs Mumbai City FC Video Highlights: মুম্বই সিটির বিপক্ষে গোল শূন্য ড্র হায়দরাবাদ এফসির, দেখুন ভিডিও হাইলাইটস

মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি

মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

২০ ফেব্রুয়ারি কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

মহামেডান এসসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।