সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর মহাসচিব শাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) 'বিশ্বাসের ঘাটতি'র কারণে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন এক শীর্ষ কর্তা। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) মঙ্গলবার প্রভাকরণকে বরখাস্তের চিঠি দিয়েছেন। এআইএফএফ-এর সহ-সভাপতি এন এ হারিস (NA Haris) সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "প্রভাকরণকে বরখাস্তের চিঠি দিয়েছেন এআইএফএফ সভাপতি। উনি আর এআইএফএফ-এর মহাসচিব নন।" তিনি আরও জানান, ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ এম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। হারিস বলেন, চৌবে এবং প্রভাকরনের মধ্যে 'বিশ্বাসের ঘাটতি' দেখা দিয়েছে। এমনকি এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরাও এই বরখাস্ত সেক্রেটারি জেনারেলের কাজ নিয়ে খুশি নন। Mohun Bagan vs Bashundhara Kings, AFC Cup: বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হার মোহনবাগান সুপার জায়ান্টের
🚨 AIFF PRESS RELEASE 🚨
The All India Football Federation hereby announces that the services of Dr. Shaji Prabhakaran have been terminated due to breach of trust with immediate effect as of November 7, 2023.
The AIFF Deputy Secretary, Mr M Satyanarayan, will take charge as…
— Indian Football Team (@IndianFootball) November 8, 2023
২ সেপ্টেম্বর নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণ করা নতুন বিভাগের প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রভাকরণকে নিয়োগ করা হয়েছিল। এর আগে তিনি দিল্লি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই পদ থেকে ইস্তফা দিয়ে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর এআইএফএফ-এর মহাসচিবের দায়িত্ব নেন তিনি। এখন বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে এবং অন্যান্য বিষয়ে আলোচনা ছাড়াও সদস্যদের আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করা হবে বলে আশা করা হচ্ছে। এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটির সভাপতির সিদ্ধান্ত অনুমোদনের কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন হারিস। মহাসচিবের পদটি একটি বেতনভুক্ত পদ এবং তাকে নির্বাহী কমিটি নিয়োগ করেননি। মহাসচিব নিয়োগ ও অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তাই প্রেসিডেন্ট টার্মিনেশন লেটার জারি করেছেন বলে জানান হারিস।