ইংল্যান্ডের জো রুট টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে হাফ-সেঞ্চুরি করে নজির গড়েন রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন রুট। তিনি আরও বেশি উচ্চতায় পৌঁছতে পারেন। বর্তমান সময়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তারই। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ২০০টি টেস্ট খেলে ১৫,৯২১ রান করেছেন সচিন তেন্ডুলকার। রুট এই মুহূর্তে ভারতীয় কিংবদন্তির থেকে ৪৯১৭ রান পিছিয়ে থাকলেও তিনি এই রেকর্ড ভাঙ্গতে সক্ষম। তার কারন এখনই তিনি সুনীল গাভাস্কার, স্টিভ ওয়াহদের মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের ছাপিয়ে গিয়েছেন।
Joe Root is the latest to the 11k-run club in Test cricket.
Can he overhaul Sachin Tendulkar's run tally?#ENGvIRE pic.twitter.com/1okRvEOBll
— Wisden India (@WisdenIndia) June 3, 2023
এই ফর্ম্যাটের সেরা ব্যাটসম্যান হিসেবে যখন 'ফ্যাব ফোর'-এর বাকিরা রানের জন্য লড়াই করছেন তখন শতরানের পাহাড় গড়ে ফেলেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের টেস্টে গড় ৫০.২৪। পুরাতন রেকর্ড দেখলে জানা যায় তাঁর ধারাবাহিকতা কমবেশি একই। ভবিষ্যতে যদি সে তার ভালো ফর্ম ধরে রাখে এবং একই হারে রান থাকে তাহলে তার বাকি ৪৯১৭ রান করতে হয়তো তাঁর প্রয়োজন হবে ৫০ টি টেস্ট ম্যাচ।
Joe Root Test career
2012 : Debut
2014 :Reached 1k runs
2015 :Reached 2k runs
2015 :Reached 3k runs
2016 :Reached 4k runs
2017 :Reached 5k runs
2018 :Reached 6k runs
2019 :Reached 7k runs
2021 :Reached 8k runs
2021 :Reached 9k runs
2022 :Reached 10k runs
2023 :Reaches 11k runs pic.twitter.com/rM2lr9BK6K
— Arnav Singh (@Arnavv43) June 2, 2023
ইংল্যান্ডের দল অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি টেস্ট ম্যাচ খেলে। আগামী বছরগুলোতে নিয়মিত টেস্টের সূচিতে ২০২৪ সালের শেষ পর্যন্ত ১৮টি টেস্ট খেলবে। এরপর ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডকে অতিরিক্ত ২১টি টেস্ট খেলতে হবে। এছাড়া জো রুটের বয়স এই মুহূর্তে মাত্র ৩২ সুতরাং এই রেকর্ড ভাঙ্গার তাঁর কাছে হাতে সময় রয়েছে অনেকখানি। রুট ইতিমধ্যেই ১৩০টি টেস্ট খেলে ফেলেছেন, যা তার বয়সের সমবয়সীদের চেয়ে অনেক বেশি। সেই কারণে তিনি ইংল্যান্ডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিছুটা খেললেও তাঁকে মূলত দেখা যায় টেস্ট ফরম্যাটে। চোটের ভয় কাটাতে শুধু টেস্ট ক্রিকেটে মনোযোগ দিলে এবং বর্তমান ধারাবাহিকতা ধরে রাখলে তাঁর সচিনের রেকর্ড ভাঙ্গা অসম্ভব কিছু নয়।