বুধবার গভীর রাতে কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন লাগে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সংস্কারের কাজ চলাকালীন এই ঘটনা ঘটে। যাঁরা সেখানে কাজ করছিলেন, তাঁরাই প্রথমে আগুনের আঁচ টের পান। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়, পরে দু'টি ইঞ্জিনের স্বল্প প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, যে ড্রেসিংরুমে ক্রিকেটারদের সরঞ্জাম রাখা ছিল, সেই ড্রেসিংরুমের ফলস সিলিং থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতি তেমন না হলেও সেখানে থাকা খেলোয়াড়দের সব জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিকে, আসন্ন বিশ্বকাপের দু'মাসেরও কম সময় বাকি থাকতেই এই ঘটনা ইডেন গার্ডেন্সের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। Greek Football Violence: প্রাণঘাতী ফুটবল হিংসায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ক্রোয়েশিয়ানকে গ্রেপ্তার গ্রিস পুলিশের
আগুন লাগার খবর পেয়েই দমকলে খবর দেন দমকলকর্মীরা। দমকলের দু'টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে, সংস্কারের কাজে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। অস্থায়ী সংযোগের ব্যবস্থা করে কাজ করতে হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে স্টেডিয়ামে কোনও সিসিটিভি সংযোগ নেই। বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সে আগুন লাগার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন যুগ্ম সচিব দেবব্রত দাস। কোনও গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
🚨According to reports, the fire broke out in the false ceiling of the dressing room where the equipment of the cricketers were kept 😳#ODIWorldCup2023 #EdenGardens #India #BCCI #CricketTwitter pic.twitter.com/8UQ5iANo77
— InsideSport (@InsideSportIND) August 10, 2023
আচমকা আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জোরকদমে চলছে সংস্কারের কাজ। ১৫ সেপ্টেম্বর এই আইকনিক ভেন্যুর সংস্কারের কাজ শেষ করার টার্গেট। এদিকে আইসিসির প্রতিনিধিরা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী মাসে আবার পরিদর্শনে আসবেন। তবে সাম্প্রতিক বিপর্যয় নতুন সমস্যার ইঙ্গিত দিয়েছে। ইডেন গার্ডেন্সের সংস্কারে অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। যে কোনও ম্যাচের জন্য ফায়ার পারমিট বাধ্যতামূলক। বিশ্বকাপ আয়োজনেও বিষয়টি মাথায় রাখা হয়েছে। আইসিসি ও বোর্ডের যৌথ পরিদর্শন দলকেও জানানো হয়েছে, এখানে আগুন লাগলে কী কী ব্যবস্থা নেওয়া উচিত। কী কী ব্যবস্থা নেওয়া হবে তার রূপরেখাও তুলে ধরা হয়। এটিও জানানো হয় যে ইডেনে তৈরি হচ্ছে নতুন ক্রিকেটারের ড্রেসিংরুম।