MI vs KKR IPL 2025 Live Streaming: একটু পরেই আইপিএল ২০২৫-এ তাদের তৃতীয় ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে আজিঙ্কা রাহানের দলের লক্ষ্য থাকবে জয়ের দিকে। ইডেনে বিরাট কোহলিদের বিরুদ্ধে হার দিয়ে শুরুর পর সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নাইটরা। অন্যদিকে, এবারের আইপিএলে প্রথম দুটি ম্যাচে খারাপভাবে হারের পর প্রথম জয়ের লক্ষ্যে নিজেদের প্রথম হোম ম্যাচে নামছেন হার্দিক পান্ডিয়ারা।
কলকাতার প্রথম একাদশে ফিরতে পারেন সুনীল নারিন। তবে নারিন ১০০ শতাংশ ফিট না হলে ক্য়ুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে পারেন মইন আলি-ই।
এক নজরে মুম্বই বনাম কলকাতা ম্যাচ নিয়ে নানা গুরুত্বপূর্ণ জিনিস--
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ন্স বনাম কলকাতা নাইট রাইডার্সের, আইপিএল ২০২৫-এর ম্যাচ?
আজ, ৩১ শে মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ন্স বনাম কেকেআর-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে এই ম্যাচ?
মুম্বই ইন্ডিয়ন্স বনাম কেকেআর, আইপিএল ২০২৫-র ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টা থেকে শুরু হবে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলাটি?
MI vs KKR ম্যাচটি টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network)-এর বিভিন্ন চ্য়ানেলে। স্টার স্পোর্টস ১, ৩-সহ স্টারের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে।
জেনে নিন মুম্বই বনাম কলকাতা খেলাটি অনলাইনে কোথায় সরাসরি দেখবেন?
ভারতে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিও হটস্টার (JioHotstar) অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে।