এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত সফ্টওয়্যার জেমিনি আনছে গুগল। ChatGPT এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার সফ্টওয়্যার জেমিনি প্রকাশ করতে চলেছে গুগল। মিলছে এমন খবর। ২০২২ সালে চ্যাটজিপিটি প্রকাশ্যে আসে।  মানুষের বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক দূর  পৌঁছে যেতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।  এবার সেই চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিয়েই জেমিনি সফ্টওয়্যার গুগল আনছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, জেমিনি OpenAI-এর GPT-4 মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-এর মাধ্যমে যাতে কাজের পরিসর আরও বৃদ্ধি করা যায়, সেদিকে নজর দিচ্ছে গুগল। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও বেশি করে এবার বিনিয়োগ করতে চাইছে গুগল। জানা যাচ্ছে, জেমিনিতে থাকবে বিভিন্ন ধরনের ভাষার সমাহার। ফলে ভিন্ন ভাষাভাষির মানুষের যাতে জেমিনি ব্যবহারে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দেওয়া হয়েছে গুগলের তরফে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)