
বেঙ্গালুরু, ১০ মার্চ: মহিলাদের অন্তর্বাস (Underwear) চুরি হয়ে যাচ্ছে। একের পর এক করে মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনায় এবার শোরগোল পড়ে গেল বেঙ্গালুরুতে (Bengaluru)। মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনায় বছর ২৫-এর এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রিপোর্টে প্রকাশ, বছর পচিশের ওই যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পরপর মহিলাদের অন্তর্বাস চুরি শুরু করে। বেঙ্গালুরুর টুমাকুরুর বাসিন্দা ওই যুবকের কীর্তিতে কার্যত হতবাক পুলিশ। টুমাকুরুর ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। যাঁর নাম শরৎ বলে জানায় পুলিশ।
জানা যাচ্ছে, টুমাকুরুর একটি বাড়িতে বেশ কয়েকজন তরুণী বসবাস করেন। রোদে শুকোতে দেওয়া তাঁদের অন্তর্বাস প্রায়ই চুরি হয়ে যেতে শুরু করে সম্প্রতি। যে সমস্যার কথা ওই তরুণীরা বাড়ির মালিককে জানান। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়।
জেরায় শরৎ স্বীকার করে, সে-ই ওই তরুণীকে অন্তর্বাস চুরি করে নিজের বাড়িতে রেখেছে। যা শুনে পুলিশের আধিকারিকরা কার্যত অবাক হয়ে যান।
পুলিশ (Police) জানিয়েছে, শরৎ টুমকুরের চিক্কানাহাল্লির বাসিন্দা। তাঁর বাবা, মা দুজনেই শিক্ষক। শরতের বড় দাদাও একজন ইঞ্জিনিয়র। শরৎও ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বাবা, মা কিংবা দাদা কেউই শরতের এই অভ্যেস সম্পর্কে অবগত নন। ফলে গ্রেফতারির পর শরতকে জামিনে মুক্ত করা হয় পরিবারের তরফে। পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই শরৎ ওই ধরনের কাণ্ডকীর্তি শুরু করে বলে জানায় পুলিশ।
তবে ওই ঘটনার জেরে পুলিশের কাছে কোনও বয়ান দিতে রাজি নন অন্তর্বাস চুরি যাওয়া পড়ুয়ারা। এমনই জানানো হয় পুলিশের তরফে।