Pune Glass Factory Accident:  কাঁচের কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু চার কর্মীর। গুরুতর জখম তিন জন। মহারাষ্ট্রের (Maharashtra) পুনের কন্ধওয়ায় ইয়েওয়ালওয়াড়ি এলাকায় একটি কাঁচের গোডাউন রয়েছে। ট্রাকে করে মাল নিয়ে গিয়ে সেখানে মজুত রাখা হয়। অন্যান্য় দিনের মত রবিবারও গোডাউনে রাখার জন্যে ট্রাকে করে কাঁচ এসেছিল। বিশাল কাঁচের পেটি ট্রাক থেকে নামানোর সময়ে কোনভাবে তার নীচে চাপা পড়েন কর্মীরা।এরপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনী এসে উদ্ধার অভিযান শুরু করে। এক দমকলকর্মী জানাচ্ছেন, এক একটা কাঁচের পেটির ওজন দুই থেকে আড়াই টন। সেই পেটি ট্রাক থেকে নামানোর সময়ে পড়ে যায়। মাটিতে পড়তেই ভেঙে যায় কাঁচ। ভাঙা কাঁচের নীচে চাপা করেম কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে। জখম তিন কর্মী।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)