মুম্বইয়ের (Mumbai) মেরিন ড্রাইভের কাছে একটি হোটেলের রুম থেকে উদ্ধার হল এক প্রবীণ মহিলার দেহ। সোমবার হোটেলের ২৭ তলার ওই কক্ষ মাস্টার চাবি দিয়ে খোলা হয়। ভিতর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি। পুলিশ সূত্রে খবর, মেরিন ড্রাইভের (Marine Drive) কাছে অবস্থিত ট্রাইডেন্ট হোটেলের ২৭ তোলার কক্ষটি পরিষ্কারের জন্যে সকালে রুম সার্ভিস আসে। বারবার ডাকা সত্ত্বেও ভিতর থেকে কোন সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। এরপর মাস্টার চাবি এনে কর্মীরা ওই কক্ষটি খোলার ব্যবস্থা করেন। ঘর খুলতেই চোখে পড়ল বছর ষাটের মহিলার দেহ। এরপরেই হোটেল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
হোটেলের কক্ষ থেকে উদ্ধার মহিলার দেহঃ
A body of a 60-year-old woman was found in a room on the 27th floor of the Trident Hotel on Marine Drive, Mumbai. Hotel staff discovered the body after using a master key when the woman did not respond to room service. Police are investigating the timeline of her arrival and… pic.twitter.com/PHqtOUGMhd
— IANS (@ians_india) January 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)