কলকাতা: নয় মাসেরও বেশি সময় পর পৃথিবীর মাটি ছুঁলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। তাঁরা ৮ দিনের জন্য মিশনে গিয়েছিলেন। তবে মহাকাশযানে সমস্যার কারণে তাঁরা আটকে ছিলেন ৯ মাসের বেশি সময়। সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীর মাটিতে পা রেখেছেন তাঁরা।

বুধবার বিধানসভায় সুনীতাদের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে ভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।’ বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তিনি মহাকাশ বিজ্ঞান নিয়েও পড়াশোনা করছেন।’ মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ভারতরত্ন পাওয়া উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে অনেক দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন, আমরা গভীরভাবে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বুচ উইলমোরের জন্যও গভীরভাবে আনন্দিত। তাঁদের সাহসকে স্বাগত জানাই, তাঁদের পৃথিবীতে ফেরার শুভেচ্ছা জানাই, মানবিক গৌরবের শুভেচ্ছা জানাই! আমি উদ্ধারকারী দলকে তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

সুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)