
বুধবার দুপুর থেকেই রণক্ষেত্র পরিস্থিতি বারুইপুরে। একদিকে তৃণমূলের মিছিল, অন্যদিকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির মিছিল। কার্যত শাসক ও বিরোধী দলের নেতাকর্মীরা সম্মুখ সমরে থাকায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর রাসমেলা মাঠ এলাকায়। এদিন বিজেপির তরফ থেকে আগে থেকেই রাসমেলা মাঠে সভা করার কথা ছিল। তার থেকে ১০০ মিটার দূরে হচ্ছিল তৃণমূল কংগ্রেসের মিছিল। ফলে শুভেন্দুকে দেখেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। এর প্রতিবাদ করে বিজেপি। আর সেই কারণেই সকাল থেকে উত্তপ্ত ছিল ওই এলাকা।
শুভেন্দুর ওপরেও হামলার চেষ্টার অভিযোগ
দুই পক্ষের ঝামেলার মাঝেও শুভেন্দু আসেন। মিছিলও করেন। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। শাসক দলের কর্মী সমর্থকদের প্রতিবাদের কারণে ক্রমশ পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে যাচ্ছিল। সেই কারণে সভা শেষ করে বেরিয়ে যান তিনি। এমনকী তাঁর কনভয় ঘিরে ধরে হামলা করা হয় বলেও অভিযোগ শুভেন্দুর। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "ওরা ইচ্ছাকৃত হামলা করছে। এর প্রতিবাদ হওয়া দরকার। রাজ্যে আইনকানুন নেই"।
শুভেন্দু অধিকারীর মন্তব্য
#WATCH | Kolkata: West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, "We are being attacked...There is no democracy in Bengal..." pic.twitter.com/KYLPFvqI8X
— ANI (@ANI) March 19, 2025
পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের হুশিয়ারি শুভেন্দুর
প্রসঙ্গত, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এই বারুইপুর। সেখানেই এই অবস্থা নিয়ে চরম বিরোধীতা করছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু আরও বলেন, "পুলিশ প্রশাসনের কারণেই এই ঘটনা ঘটেছে। সেই কারণে আগামী ২৭ মার্চ পুলিশ সুপারের দফতর ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন তিনি"।