
Anora Movie Streaming in India: আর অপেক্ষা করতে হল না। এবারের অস্কারে সেরা ছবি সহ পাঁচটি বিভাগে পুরস্কার জয়ী আনোরা (Anora) এবার ভারতে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করল। এক কথায় সবাই স্বীকার করেছেন ২০২৪ সালের সেরা সিনেমা হল 'আনোরা'। অনেক বড় বাজেটের ছবিকে পিছনে ফেলে এবারের অস্কারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে 'আনোরা'। ছোট বাজেটের এই সিনেমায় এক রাশিয়ান ধনকুবেরের ছেলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এক দেহব্যবসায়ীর হৃদয় জেতা প্রেম কাহিনি দেখানো হয়েছে। সুন্দর গল্প, অসাধারণ কিছু ফ্রেম, মনে রাখার মত অভিনয়, দারুণ এডিটিং ও আবহ সঙ্গীতে ভর করে সিন বেকার পরিচালিত ম্যাকি মিডিসন অভিনীত এই সিনেমা সবার মন জেতে।
সেরা ছবি, সেরা অভিনেত্রী সহ মোট পাঁচটি অস্কার পায় 'আনোরা'
ভারতে সিনেমা হলে রিলিজ না করলেও, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ পাঁচটি বিভাগে পুরস্কার জয়ী 'আনোরা'। গত বছর অক্টোবরে সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল।
জিওহটস্টারে দুটি ভাষায় দেখা যাচ্ছে 'আনোরা'
Winner of five academy awards including ‘Best Picture’ and the Palme d’Or at the Cannes Film Festival, #Anora now streaming on the Peacock Hub on JioHotstar.
Available in English and Hindi. pic.twitter.com/SdhRbXL1O1
— JioHotstar (@JioHotstar) March 17, 2025
কীভাবে দেখবেন
জিও হটস্টারে 'আনোরা' সিনেমাটি দেখা যাচ্ছে। জিও হটস্টার-এর পিকক হাবে ২ ঘণ্টা ১৮ মিনিটের সিনেমাটি ইংরেজির পাশাপাশি JioHotstar-এ হিন্দি ডাবিংয়ের মাধ্যমেও দেখা যাচ্ছে। জিও ফাইবার, জিও এয়ার ফাইভার সহ বেশ কিছু ব্রডব্যান্ড পরিষেবা সংস্থায় বেসিক প্ল্যানেও বিনামূল্যে দেখা যায় জিও হটস্টার।