
Bangladesh Railway Tickets: সম্ভাব্য হয়রানি ও জালিয়াতি এড়াতে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের কেবল নির্ধারিত অ্যাপ থেকে অথবা সরাসরি টিকিট কাউন্টার থেকে ট্রেনের টিকিট কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলপথ মন্ত্রণালয়। বাংলাদেশের স্থানীয় সংবাদপত্রের খবর অনুসারে, গত ১৪ মার্চ থেকে ঈদ-বিশেষ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। রেল মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাহিদা বেশি থাকায় কিছু অসাধু দল একাধিক পরিচয়পত্র ব্যবহার করে কেনা টিকিট অবৈধভাবে বিক্রি করতে পারে। এর ফলে যাত্রীদের হয়রানি ও জালিয়াতি শিকার হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রক। প্রেস রিলিজে বলা হয়, ২৪-৩০ মার্চ পর্যন্ত চলা ঈদযাত্রার জন্য একটি আইডি ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে যেখানে যারা সঙ্গে ভ্রমণ করবে তাদের নামও দেওয়া যাবে। একইভাবে ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলা ফিরতি যাত্রার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। Pakistan: ইসলামাবাদে এফআইএ-র অভিযানের পর চিনের জালিয়াতি কেন্দ্র থেকে ল্যাপটপ লুট স্থানীয় বাসিন্দাদের, দেখুন ভিডিও
অনলাইনে বিক্রি হবে সব টিকিট
For passenger convenience, 100% of the tickets will be sold online, according to Bangladesh Railway’s decision
Details: https://t.co/lb7jkjpoDC#TrainTickets #EidJourney #BangladeshRailway #DhakaTribune #AdvanceTicketSale #EidTravel pic.twitter.com/q63xiUf2b1
— Dhaka Tribune (@DhakaTribune) March 15, 2025
বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, টিকিট কেনার জন্য যার আইডি ব্যবহার করা হবে তাকে অবশ্যই মোবাইল ফোন এবং আইডি হোল্ডারের ছবিসহ একটি বৈধ আইডি কার্ড নিয়ে ভ্রমণ করতে হবে। শুধুমাত্র আইডি হোল্ডার এবং তাদের দেওয়া নামের সঙ্গীরা টিকিটগুলি ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। অন্য কারও নামে কেনা টিকিট ব্যবহার করে ভ্রমণের চেষ্টা করলে বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, যেসব যাত্রী প্রতারণার শিকার হন বা কালোবাজারি অপারেটররা ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে টিকিট বিক্রি করে তাদের ঘটনাটি আইনি সংস্থাকে জানাতে বা বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের জানাতে অনুরোধ করা হয়েছে। তারা রেলওয়ে পুলিশ ও সরকারের রেলওয়ে পুলিশের সহযোগিতা চাইতে পারেন অথবা ১৩১ নম্বরে বাংলাদেশ রেলওয়ের হটলাইনে অভিযোগ করতে পারেন। সেক্ষেত্রে অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।