Knife, Representational Image (Photo Credit: File Photo)

একদিকে স্ত্রী মারা গিয়েছে, অন্যদিকে শ্যালিকারও স্বামী কয়েকবছর আগেই মারা গিয়েছে। আর সেই সুযোগে হামেশাই বিয়ের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন কৃষ্ণনগরের (Krishnanagar) বাসিন্দা বিমল বিশ্বাস। আর সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই শুরু হল সমস্যা। মঙ্গলবার রাগের মাথায় মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার ওপর হামলা

জানা যাচ্ছে, বছর ৪০-এর ওই বিধবা মহিলা দীর্ঘদিন ধরেই নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়িতে ২ ছেলের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত কৃষ্ণনগরের জলট্যাঙ্কি এলাকায় থাকতেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিমল ওই মহিলাকে বিয়ের জন্য জোড় করছিলেন। কিন্তু সে কোনওভাবেই স্বামীর সংসার দুই সন্তান ছেড়ে যেতে রাজি হচ্ছিলেন না। এমনকী বিমল সব সম্পত্তি তাঁর নামে লিখিয়ে দেওয়ার কথা বললেও সেই প্রলোভনে পা দেয়নি।

গ্রেফতার অভিযুক্ত

এই নিয়ে গত মঙ্গলবারেও অশান্তি হয় দুজনের। তখনই বিমল মহিলার ওপর ধারালো অস্ত্রের কোপ দেয়। চিৎকারের আওয়াজ পেয়ে মহিলার পরিবারের লোকজনেরা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীকালে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত বিমলকে গ্রেফতার করেছে পুলিশ।