২০২০ সালে সৌরভ রাজপুত লন্ডনে চাকরি পেলে, সমস্যা নতুন করে শুরু হয়। স্ত্রী মুসকান এবং কন্যা পিহুকে নিয়ে তিনি লন্ডনে যেতে পারেননি। ফলে তাঁদের মীরাটের বাড়িতে রেখে সৌরভ লন্ডনের উদ্দেশে রওনা দিলে, স্বামী, স্ত্রীর মধ্যে বিভেদ আরও প্রকট হয়। আর তখন থেকেই মুসকান নতুন করে সাহিলের সঙ্গে সম্পর্কে জড়ায় বলে জানা যায়।
...