Yuzvendra Chahal-Dhanashree Verma (Photo Credit: Instagram)

দিল্লি, ১৯ মার্চ: আইপিএল শুরুর আগে যাতে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী ভর্মার (Dhanashree Verma) বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে  ফ্যামিলি কোর্ট সিদ্ধান্ত নিক। ২০ মার্চের মধ্যে ধনশ্রী এবং যুজবেন্দ্রর বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে বম্বে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়। বার অ্যান্ড বেঞ্চের তরফে দেওয়া হয় এমন নির্দেশ। যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মার বিচ্ছেদের বিষয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে এল আরও একটি রিপোর্ট।

আরও পড়ুন: Yuzvendra Chahal-Dhanashree Verma's Divorce: যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী ভর্মার বিচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত, দেখুন কী জানাল বম্বে হাইকোর্ট

সূত্রের খবর, বিচ্ছেদের জন্য যুজবেন্দ্র চাহাল ৪.৭৫ কোটি টাকা ধনশ্রী ভর্মাকে দিতে সম্মত হয়েছেন। খোরপোষ বাবদই ৪.৭৫ কোটি টাকা যুজবেন্দ্র চাহাল ধনশ্রী ভর্মাকে দেবে বলে রিপোর্টে প্রকাশ।

যদিও যুজবেন্দ্র চাহাল ব ধনশ্রী ভর্মা এখনও এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।