নয়াদিল্লি: বাংলাদেশে (Bangladesh) গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের অবসান ও তাঁর ভারতে (India) পালিয়ে আসার পর থেকে দুই দেশের মধ্যে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এখন নতুন করে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়ন দেখা দিয়েছে। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে।
গত সোমবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার এবং তিনজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। এপার বাংলা ও ওপার বাংলার মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। ভারত ও বাংলাদেশের কাছে তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানের আবেদন জানিয়েছে আমেরিকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার উভয় দেশকে পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা চাই সব পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করুক।’ দেখুন ভিডিও-
At the @StateDept briefing, @abdur_southAsia from South Asia Perspectives asked about the recent attack on Bangladesh’s diplomatic mission in #India and the rising aggressive rhetoric towards #Bangladesh.@StateDeptSpox said “We want to see all parties resolve their disagreements… pic.twitter.com/UaPXNdxhX2
— Amb. Mushfiqul Fazal (Ansarey) (@MushfiqulFazal) December 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)