সালটা ১৯৯৯। সরকারি ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে রেলকর্মীর তোলাবাজির মুখে পড়েন আইনজীবী তুঙ্গনাথ চতুর্বেদী (Advocate Tungnath Chaturvedi)। ৭০ টাকা দিয়ে দুটি টিকিট কিনে তাঁকে দিতে হয়েছিল ৯০ টাকা।  টাকার অঙ্ক কম হলেও এই অন্যায়ভাবে তোলা আদায় মানতে পারেননি মথুরার ওই আইনজীবী। আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন।

এর মধ্যে কেটে গেছে ২২টা বছর। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু আইনি লড়াই থেকে পিছে হটেননি তিনি। আর আজ তারই ফল মিলল। আদালত তুঙ্গনাথ চতুর্বেদীর পক্ষেই মামলার রায় দিয়েছে। সেদিনের সেই দুর্নীতি করে নেওয়া ২০ টাকার বদলে আজ ভারতীয় রেল তুঙ্গনাথবাবুকে দেবে ১৫ হাজার টাকা। এতদিনে সুবিচার পেয়ে, তিনি বলেন, "এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে আমার আইনি লড়াই।"

পড়ুন টুইট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)