Photo Credits: Twitter@nasirdhilllon6

চণ্ডীগড়: এ যেন নাড়ির টান! দীর্ঘ ৭৭ বছর পর পাকিস্তানে (Pakistan) থাকা পৈত্রিক গ্রামে (ancestral village) পা রাখলেন পাঞ্জাবের (Punjab) এক ৯৮ বছরের বৃদ্ধ। সম্প্রতি বাবা পূরণ সিং (Baba Puran Singh) নামে ওই বয়োবৃদ্ধ মানুষটি দেশভাগের (Partition) পর প্রথম বারের মতো দুই দেশের সীমানার বাধানিষেধ পেরিয়ে পাঞ্জাব থেকে পাকিস্তানের গুজরানওয়ালা জেলার (Gujranwala district) কোট দেশরাজ গ্রামে (Kot Desraj) গেছিলেন। আর সেখানে ঘরের ছেলে এত বছর বাদে পেয়ে রাজকীয় ভঙ্গিতে স্বাগত জানান গ্রামবাসীরা। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন এত বছর পর হারানো স্বজনকে ফিরে পাওয়ার আনন্দে। যার ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। আবেগে ভেসেছেন নেটিজেনরাও।

ইউটিইউবে নাসির ধিঁলো নামে একজন ডিজিটাল ক্রিয়েটর ও ব্লগার তাঁর গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো ও স্মৃতিচারণার ভিডিয়োটি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, বাবা পূরণ সিং যখন কোট দেশরাজের সরু রাস্তা ধরে হেঁটে গ্রামে ঢুকছেন তখন প্রথমেই তাঁকে বুকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তিনি যখন রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন নিজেদের পুরনো বাড়ির দিকে তখন রাস্তার দুধারে থাকা বাড়িগুলির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুষ্পবৃষ্টি করছেন মহিলা। রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকে পুরুষরা বাবা পূরণ সিং-কে জড়িয়ে ধরে তাঁর গলায় পড়িয়ে দিচ্ছেন ফুলের মালা। কেউ বা আবার ঢোল বাজাচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে বাবা পূরণ সিং-কে বলতে শোনা যাচ্ছে, কীভাবে ২১ বছর বয়সে দেশভাগের পরে ভারতে যাওয়ার আগে কোট দেশরাজের অলিগলিতে খেলে ও ঘুরে বেড়াতেন সেসব কথা। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো সেসব রাস্তাঘাটে অনেক পরিবর্তনও যে এসেছে সেই নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। জানান, বন্ধুদের সঙ্গে ছোটবেলাতে কী করতেন, কাকে কী নামে ডাকতেন সেসমস্ত বিষয়ও। পুরনো অনেক মানুষ সম্পর্কে বর্তমান বাসিন্দাদের কাছ থেকে খোঁজ খবর করেন ৯৮ বছরের বৃদ্ধ।

নেটিজেনদের বেশিরভাগই ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কেউ কেউ আবার গ্রামবাসীদের স্বাগত জানানোর আন্তরিকতা দেখে আপ্লুত। আগেবঘন (emotional) এই ভিডিয়োটি (video) সৌভ্রাতৃত্ব ও মানবিকতার সুন্দর একটা উদাহরণ (beautiful example of humanity) বলেও মত তাঁদের। ভিডিয়োটি দেখলে ভালো লাগবে আপনারও।

দেখুন সেই ভিডিয়ো: