Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 08, 2025
সর্বশেষ গল্প
1 minute ago
Live

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি? নয়াদিল্লিতে এগিয়ে গেলেন অরবিন্দ কেজরীওয়াল

ভারত Indranil Mukherjee | Feb 08, 2025 09:55 AM IST
A+
A-
08 Feb, 10:53 (IST)
দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি? গণনাত ট্রেন্ড সেই কথাই বলছে। সকাল থেকে আসা ফলের ভিত্তিতে এখন থেকেই জয় উদযাপন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।এই মুহুর্তে ৪৪ আসনে এগিয়ে বিজেপি। ২৬ আসনে এগিয়ে আপ।কংগ্রেসের হাত খালি। নয়াদিল্লিতে সামান্য হলেই  এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল।
08 Feb, 10:15 (IST)

নয়াদিল্লি আসনে ১৩ রাউন্ড গণনার পরে দেখা গিয়েছে, প্রাক্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের থেকে মাত্র ৭৪ ভোটে এগিয়ে বিজেপির প্রবেশ ভর্মা। উল্লেখ্য, ২০১৩ সালে এই নয়াদিল্লি আসনেই শীলা দীক্ষিতকে হারিয়ে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন কেজরিওয়াল।

আজ (৮ ফেব্রুয়ারি,২০২৫) সকাল ৮ টায় দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। নির্বাচনের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি  এবং বিজেপি দুজনেই জাতীয় রাজধানীতে সরকার গঠনের ক্ষেত্রে আশাবাদী। বুধবার, ফেব্রুয়ারী ৫ তারিখে দিল্লি বিধানসভার ৭০ টি আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তবে ৭০টি আসনের মধ্যে উল্লেখযোগ্য নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র। প্রাথমিক প্রবণতা অনুসারে, কেজরিওয়াল এই আসন থেকে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির পারভেশ ভার্মা নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। তবে, এগুলি খুব প্রাথমিক প্রবণতা এবং একটি পরিষ্কার ছবি পেতে আমাদের অন্তত দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 


Show Full Article Share Now