Delhi Counting Centres (Photo Credit: X@PTI_News)

আজ সকাল ৮টা থেকে শুরু দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) গণনা। এর জন্য অনেক বেশি জোরদার করা হয়েছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা।  নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, ভোট গণনা যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ পর্ব মেটার পরেই দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (ACP) এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার (SPNO) দেবেশ চন্দ্র শ্রীবাস্তব এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছিলেন।

১৯টি গণনা কেন্দ্র স্থাপন

দিল্লি জুড়ে মোট ১৯টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ভোটের গণনা করা হবে। প্রতিটি গণনা কেন্দ্রে একজন অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (এডিসিপি) দায়িত্ব পালন করবেন। এই কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে ৩৮টি কেন্দ্রীয় বাহিনীর (সিএপিএফ) কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়া, স্থানীয় পুলিশ কর্মীরা প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশন ও প্রার্থীদের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।

নন্দ নগরী গণনা কেন্দ্রঃ-

স্যার সিভি রামা আইটিআই, ধীরপুর গণনা কেন্দ্রঃ-

অটল আদর্শ বাঙালি বালিকা বিদ্যালয়ঃ-