এবার আগামী ১২-১৩ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)  একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন ডিসিতে মোদী-ট্রাম্প সাক্ষাৎকার হবে। এমনই জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। ট্রাম্প আমেরিকার (US) মসনদে দ্বিতীয়বার বসার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখলের পরপরই বার্তা দেন, এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প-মোদীর বৈঠক হবে বলে সম্প্রতি জানা যায়। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে ট্রাম্প নৈশভোজের আয়োজন করবেন বলেও জানা যায়। সেই খবরে এবার সিলমোহর বসানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। জানানো হয়, আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সাক্ষাৎ করবেন। ফ্রান্স সফর শেষ করেই নরেন্দ্র মোদী আমেরিকায় পা দেবেন বলে জানা যায়।

১২, ১৩ ফেব্রুয়ারি ট্রাম্প, মোদীর বৈঠক...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)