Every mobile phone has an average of 36 mg of gold. (Photo Credits: X)

আজকাল সবারই আর্থিক টানাটানি। অন্তত বাইরে বের হলে এমন কথা শোনা যায়। যেভাবে জিনিসের দাম বাড়ছে, আর রোজগারের রাস্তা সরু হচ্ছে তাতে পকেটের টানটানিতে টিকে থাকা কঠিন হচ্ছে। কিন্তু যে পকেটে টানাটানি নিয়ে এত অভিযোগ, সেই পকেটেই সবার একটু হলেও সোনা থাকে জানেন কি! হ্যাঁ, পকেটে মোবাইল থাকা মানেই এক টুকরো সোনা বা Gold থাকা। না, না কোনও সোনার কোম্পানির বিজ্ঞাপন নয়, জানা-অজানার দুনিয়ার এ হল ২২ ক্যারেটের খাঁটি কথা। আমাদের মোবাইল সেটে ৩৬ মিলিগ্রাম সোনা থাকে। তবে সেই সোনা পাওয়াটা বেশ পরিশ্রম সাধ্য ও এই বিষয়ে বিশেষজ্ঞদের কাজ।

এবার বিষয়টিকে খোলসা করে বলা যাক। প্রায় সব মোবাইলের সার্কিট বোর্ডে এমন এক উপাদান দিতে হয়, যা মোবাইল সেট তৈরিতে একেবারে আবশ্যক। মোবাইল সেটটি পুরনো হয়ে গেলে বা না আর না চললে, সেটি থেকে বিশেষ উপায়ে সার্কিট বোর্ডের সেই ছোট্ট অংশকে বের কর হয়। তারপর অন্তত দশটি জটিল পর্যায়ের পর সেখান থেকে সোনা বের করে আনা হয়। আর কে না জানে, বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয়। তবে কী ৩৬ মিলিগ্রাম সোনা করতে বেশ কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়।

দেখুন কীভাবে মোবাইল সেট থেকে সোনা বের করে আনা হয়

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকের দাবি, মোবাইল থেকে সোনা বের করার প্রক্রিয়া বেশ জটিল, কিন্তু লাভজনক।