Representational Image (Photo Credit: X)

দিল্লি, ২০ ফেব্রুয়ারি: স্বামীকে (Husband) খুন করতে কনট্র্যাক্ট কিলার ভাড়া করল স্ত্রী  (Wife)। শুনতে অবাক লাগলেও, দিল্লিবাসী এক মহিলা পাঞ্জাব থেকে কনট্র্যাক্ট কিলার ভাড়া করে স্বামীকে খুন করতে। তদন্তে নেমে এমন তথ্য প্রকাশ পায় পুলিশের কাছে। যার জেরে দিল্লি পুলিশ জোরদার তল্লাশি শুরু করলে, বাগ্গা সিং নামে এক যুবককে জাল ফেলে পাকড়াও করা হয়। ১৯ বছরের বাগ্গা সিং দাবি করে, দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা সরিতা নামে এক মহিলা তাকে ভাড়া করেছিল স্বামীকে খুন করকে।

গত ৩ ফেব্রুয়ারি উত্তর দিল্লির (Delhi) শক্তিনগর এলাকার একটি নর্দমা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। কার মৃতদেহ নর্দমায় পড়ে রয়েছে। এই খোঁজ করতে গিয়ে পুলিশ এক ভাড়া করা গুন্ডার খোঁজ পায়। পাঞ্জাব থেকে বাগ্গা সিংকে গ্রেফতার করলে, জেরায় সে স্বীকার করে ভয়াবহ তথ্য। এরপরই পুলিশ ওই মহিলার খোঁজ পায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সোনু নগর। বেশ কয়েকদিন ধরে সোনু নিখোঁজ থাকায়, তার স্ত্রী সরিতা পুলিশের দ্বারস্থ হয়। সরিতা জানায়, মোটরবাইকে ২ ব্যক্তি হাজির হয়ে সোনুকে তুলে নিয়ে গিয়েছে। সরিতার উপর পুলিশের সন্দেহ বাড়তে থাকায়, তাকে জিজ্ঞাসাবাদের পালা একাধিকবার সংগঠিত করে পুলিশ। এরপরই বিভিন্ন সূত্র ধরে পুলিশ বাগ্গা সিংকে পাঞ্জাব থেকে গ্রেফতার করলে, জেরায় সমস্ত সত্যি উগরে দেয় ধৃত।

পুলিশের কথায়, সম্পত্তি নিয়ে গণ্ডগোলের জেরেই সরিতা লোক ভাড়া করে সোনুকে খুন করায়। প্রসঙ্গত সোনুরও অপরাধের সঙ্গে সংযুক্ত অতীত রয়েছে বলে পুলিশ সূত্রের খবরে উঠে আসে।