Knife, Representational Image (Photo Credit: File Photo)

পরকীয়া সম্পর্ক, সেখান থেকে আর্থিক লেনদেন। টাকা ফেরত না দেওয়ায় দিনেদুপুরে যুবককে ফেলে কোপাল এক তরুণী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার (Kalna) রানিবন্দর গ্রামে। মৃত যুবকের নাম শামীম মণ্ডল (৩৪)। এই ঘটনায় নয়ন ক্ষেত্রপাল নামে এক মহিলা ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, প্রথমে তার ওপর অ্যাসিড হামলা করা হয়। তারপর তাঁকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করেন ওই মহিলা। এমনই হাড়হিম করা দৃশ্য দেখে পথচলতি মানুষরাও আতঙ্কিত হয়ে পড়েন।

পাতানো দিদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক

জানা যাচ্ছে, শামীমের পাতানো দিদি হিসেবে সকলের সামনে নয়নকে পরিচয় করালেও গোপনে দুজনের অন্য় সম্পর্ক ছিল। এদিকে দুজনই আবার বিবাহিত ছিলেন। যদিও নয়নের স্বামী বাইরে কাজ করতেন, আর সেই কারণে বাড়িতে সেভাবে আসতেন না। সম্প্রতি নয়নের থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন শামীম। তবে পরবর্তীকালে সেই টাকা ফেরত দেওয়ার নাম নিচ্ছিলেন না।

বাড়িতে ডেকে যুবকের ওপর হামলা চালায় অভিযুক্ত মহিলা

পুলিশসূত্রে খবর, এই অবস্থায় গত মঙ্গলবার শামীমের কর্পূরডাঙার বাড়িতে যায় নয়ন। সেখানে গিয়ে টাকা চায়। না দিতে পারায় ঝামেলা করে এবং খুনের হুমকিও দেয়। এরপর বুধবার শামীমকে রানিবন্দরে নিজের বাড়িতে ডাকে নয়ন। সেখানে যেতেই ঘটে বিপত্তি। প্রথমে তাঁর ওপর অ্যাসিড ছোড়া হয়। তারপর কাটারি দিয়ে তাঁর শরীরে এলোপাথারি কোপ মারে নয়ন। পরবর্তীকালে তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।