নয়া দিল্লির ভারত মন্ডপমে হওয়া বিশ্ব হেরিটেজ কমিটির বৈঠকে নেওয়া হল নতুন সিদ্ধান্ত। ইউনেসকো বিশ্ব হেরিটেজ হিসেবে দুনিয়ার আরও সাতটি জায়গাকে অন্তর্ভুক্ত করা হল। UNESCO বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে যোগ হল জাপানের সোনার খনি, তাইল্যান্ডের ঐতিহাসিক পার্ক, রাশিয়ার লেক, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মানবাধিকার- স্বাধীনতার লড়াইয়ের কেন্দ্র।
এর পাশাপাশি চিনের বেজিংয়ের প্রধান জায়গা, কেনিয়ার ঐতিহাসিক শহরও হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হল। তবে এই তালিকায় ভারতের কোনও জায়গা বা সাইটের নাম নেই। প্রসঙ্গত, ভারতে মোট ৪১টি ইউনেসকো বিশ্ব হেরিটেজ সাইট আছে। সবচেয়ে বেশী আছে ইতালি (৫৯)-তে।
এক নজরে বিশ্বের নতুন ৭টি হেরিটেজ সাইট
১) জাপানের সাদো দ্বীপপুঞ্জের সোনার খনি
২) চিনের বেজিংয়ের সেন্ট্রাল অ্যাক্সিস
৩) তাইল্যান্ড ফু ফারাবত ঐতিহাসিক পার্ক
৪) রাশিয়ার কেনোজেরো লেক ল্যান্ডস্কেপ
৫) কেনিয়ার গেদির ঐতিহাসিক শহর
৬) দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মানবাধিকার, স্বাধীনতার লেগাসি সাইট
৭) মালয়েশিয়ার নিয়া জাতীয় উদ্যান গুহা কমপ্লেক্স।
দেখুন খবরটি
#UNESCO inducts 7 new landmarks to the World Heritage Site list at the 46th #WorldHeritageCommittee Session at the Bharat Mandapam in New Delhi.
▪️ Japan's Sado Island Gold Mines
▪️ China's Beijing Central Axis
▪️ Thailand's
▪️ Russia's Kenozero… pic.twitter.com/FHIQgr2zHJ
— All India Radio News (@airnewsalerts) July 27, 2024
ভারতে বিশ্ব হেরিটেজ সাইটগুলির মধ্যে উল্লেখযোগ্য তাজমহল, সুন্দরবন, আগ্রা ফোর্ট, অজন্তা-ইলোরা গুহা, ওডিশার সূর্য মন্দির, অসমের কাজিরাঙা অভয়ারণ্য, ফতেপুর সিক্রি, খাজুরাহো, মুম্বইয়ের এলিফেন্টা কেভস, দিল্লির হুম্বায়ুন্স টোম্ব, ইত্যাদি।