আজ শুভ বিজয়া (Subho Bijoya)। 'লেটেস্টলি বাংলা'র (LatestLY Bangla) সকল viewersদের জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা (Subho Bijoya Dashami Wishes)। বাঙালিদের (Bangalai) শারদীয় ধর্মীয় উৎসবের সমাপনী দিবস আজ। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আবাহন হয়েছিল। তবে মহালয়ার পর দিন অর্থাৎ প্রথমা থেকেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়। এর ঠিক পাঁচদিন পর মহাষষ্ঠীতে হয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। আর আজ বিসর্জনের মধ্য দিয়ে সেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এই দশমী তিথি বিজয়া দশমী হিসেবেই পরিচিত। শুভ বিজয়া উপলক্ষ্যে আমরা হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে থাকি। সেই সঙ্গে চলে মিষ্টি (Sweet Distribution) মুখ। সন্ধে বেলা উমা কৈলাসে ফিরে যাওয়ার সময় বিবাহিতা মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করে ছিলেন। এই চেতনার সঙ্গে আবহমান বাংলার লোক-সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দু সমাজ ‘ঘরের মেয়ে’ হিসেবেই বরণ করে নেয়।
অন্যদিকে পুরাণ অনুযায়ী, শুক্লা পক্ষের দশমী তিথিতেই রাবনকে বধ করেছিলেন শ্রী রামচন্দ্র (Lord Ramchandra)। তাই এই দিনটিকে দশেরা বা দশহরা (Dussera) হিসেবে পালন করে থাকেন উত্তর ও মধ্য ভারতের মানুষেরা। আবার কালিদাসের রঘুবংশ ও তুলসিদাসের রামচরিতমানসে বলা হয়েছে, আশ্বিনের তিরিশতম দিনে লঙ্কা জয় করে সস্ত্রীক অযোধ্যায় ফিরেছিলেন শ্রী রামচন্দ্র। সেই প্রত্যাবর্তন উপলক্ষে ঘরে ঘরে জ্বলে উঠেছিল দীপ। সেই রীতিই দশেরা ও দীপাবলি রূপে পালন করা হয়। রীতি রেওয়াজ নিয়ে দ্বিমত থাকলেও আসলে এই দিনটি সম্প্রীতির। সারা ভারত জুড়ে শুভেচ্ছা- প্রীতি বিনিময়ের দিন আজ। তাই লেটেস্টলি বাংলা আপনাদের জন্য সাজিয়ে দিচ্ছে শুভেচ্ছা পত্র। আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন সেইসব বাংলা WhatsApp Stickers, HD Images, GIFs, SMS, Status, Facebook Quotesগুলি। আর ভাগ করে নিন আপনার মনের কোনে জমে থাকা অনুভূতি। আরও পড়ুন- Durga Puja 2019: দুর্গাপুজোর দশমীর তাৎপর্য জানা আছে? না থাকলে, দশমীর সকালেই জেনে নিন এক ক্লিকে
WhatsApp Message Reads: ত্বরা করি গিরিবর
দিবাকরে কর মানা....
তুমি তো অচলপতি
উদয়াচলের প্রতি
আজ্ঞা দাও যেন সম্প্রতি
দিনপতিকে ছাড়ে না
WhatsApp Message Reads: নাড়ু...নিমকি...বোঁদে..মোয়ার
শুভেচ্ছা
।।শুভ হোক দশমী।।
WhatsApp Message Reads: পেঁজা তুলোর মেঘের ভেলা
মাঠ জুড়ে ওই কাশের মেলা
ঢাকের বাদ্যি, ঠাকুর দালান
ওই শোনা যায় দূর হতে
ঢাকী দাদা বিসর্জনের বাজনা বাজান
WhatsApp Message Reads: আবার একটি বছর পরে
উমা আসবেন মোদের ঘরে
শুভ দশমী
দেবী দুর্গার বিসর্জনের পর পুজো মণ্ডপে ইশান কোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতা লতা রেখে পুজো করা হয়। পুরাণ মতে, এই অপরাজিতা আরাধনা দুর্গাপুজোরই অন্য অঙ্গ। কারণ, উমা তথা দুর্গার অন্য নামই নাকি অপরাজিতা।