International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)

আজ মে দিবস। ১৯২৩ সালে ভারতে প্রথম পালিত হয়েছিল মে দিবস। সে বছর হিন্দুস্তান লেবার কিসান পার্টি দেশে প্রথমবারের মতো মে দিবস উদযাপন করেন। এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন কমরেড সিঙ্গারাভেলার। বিশ্বব্যপী প্রায় ৮০টি দেশে পয়সা মে জাতীয় ছুটির দিন। আরও অনেকে দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এই দিন শ্রমিকদের অবদান ও ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের কথা স্মরণ করা হয়। এক সময় কঠোর শ্রম বিধিবিধান, শ্রমিকদের অধিকার লঙ্ঘন, খারাপ কাজের পরিস্থিতি ও ভয়ঙ্কর কাজের সময়গুলো নিয়ে প্রতিবাদ শুরু করেন। সেই আন্দোলনের কাছে নতস্বীকার করেছিল মালিক পক্ষ। নির্ধারিত হয় ৮ ঘন্টা কাজের সময়। সেই থেকে পালিত হয় মে দিবস। মে দিবসের দিন সাধারণত অনলাইন ও অফলাইনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম দিবসে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ, এইচডি ফটো, শুভেচ্ছার মাধ্যমে এই বিশেষ দিনটির শুভেচ্ছা শেয়ার করতে পারেন।

International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)
International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)
International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)
International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)
International Workers' Day 2023 Wishes: ( Photo Credit: File Photo)