Mahalaya 2021: পিতৃ পক্ষের অবসানে মহালয়া, তর্পণ, দেবীর চক্ষুদানে শরতের ভোরে আবেগপ্লুত বাঙালি
Mahalaya (Photo Credit: Twitter)

আর কয়েকদিন পরই শুরু বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো৷ পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনাতেই মহালয়া (Mahalaya)৷ ওইদিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে 'আশ্বিনের শারদ প্রাতে' শুনে ঘুম ভাঙে বাঙালির৷ মহালয়ার সঙ্গে তাই বীরেন্দ্রকৃষ্ণের সুর যেন অতপ্রোতভাবে জড়িয়ে৷ এবারও তাই প্রত্যেক বছরের মতো মহালয়া নিয়ে আবেগপ্লুত বাঙালি৷

মহালয়ার ভোরে পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় করা হয় তর্পণ৷ গঙ্গার (Ganga River) ঘাট কিংবা যে কোনও জলাশয়ে গিয়ে মন্ত্র উচ্চারণ করে পিতৃ পুরুষকে জলদান করে বাঙালি৷ ফলে মহালয়ার সঙ্গে বাঙালি আবেগ অতপ্রোতভাবে জড়িত৷ পিতৃপক্ষের শেষে যে অমাবস্যা পড়ে, সেই দিনকেই মহালয়া নামে অভিহিত করা হয়৷

আরও পড়ুন: Durga Puja 2021: ঘরের মেয়ে উমার আগমণে দুর্গোৎসবের সূচনা, ষষ্ঠী থেকে দশমী, জেনে নিন পুজোর মাহাত্ম্য

পিতৃ পুরুষকে জলদানের পাশাপাশি মহালয়াতে হয় দেবীর চক্ষুদান৷ করা হয় ঘট পুজো৷ মহালয়া থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যায় এক প্রকার৷ প্রসঙ্গত মহালয়ার ৬ দিন পর থেকেই শুরু হয় বাঙালির প্রাণের পুজো৷ ফলে মহালয়া থেকেই বাঙালি পুজো পুজো গন্ধ শুরু হয়ে যায়৷ চলতি বছর ৬ অক্টোবর মহালয়া৷

বলা হয়, পিতৃ পুরুষকে জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয় এই মহালয়াতেই৷ ফলে এই দিনটির শুভ, অশুভ ফলাফল নিয়েও নানা মত প্রচলিত রয়েছে৷ অন্যদিকে দেবতাদের দেওয়া অস্ত্রের মাধ্যমে মহালয়ার দিনই দেবী দুর্গা (Durga Puja) মহিষাসুরকে বধ করেছিলেন বলে কথিত রয়েছে৷ তাই এই দিনটিকে অনেকেই অশুভ বলতে রাজি নন৷

কথিত আছে, কৈলাশ থেকে মর্তে আসতে এক সপ্তাহ সময় লাগে দুর্গার৷ সন্তান সন্ততিদের নিয়ে মহালয়ার দিনই উমা স্বামীর ঘর থেকে মর্তের উদ্দেশে রওনা দেন৷ ফলে মহালয়ার এক অন্য আবেগ রয়েছে বাঙালি মননে৷