List of Long Weekends (Photo Credit: Latestly)

দিল্লি, ২৬ ডিসেম্বর: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে নতুন বছর। ২০২৫ সালের নতুন বছর মানুষের মনে অনেক আশা, আকাঙ্খা নিয়ে হাজির হচ্ছে। নতুন বছরে তাই চাওয়া, পাওয়ার হিসেব মেলানোর সঙ্গে ছুটির দিনগুলি কেমনভাবে অথবা কীভাবে পড়ছে, তার তালিকাও সম্পূর্ণ। ২০২৫ সালে অর্থাৎ নতুন বছরের ক্যালেন্ডারে ছুটি সাজানো। জানুয়ারি থেকে শুরু করে  ডিসেম্বর মাস পর্যন্ত কোন কোন ছুটি রয়েছে ভারতে নতুন বছরের ক্যালেন্ডারে, তা চোখ বুলিয়ে নিন। পরপর  ছুটির মাঝে ১ দিন অফিস ছুটি নিলে যদি ঘোরার পরিকল্পনা করা যায়, তাহলে এবার সেই চেষ্টা করুন। এ ব্যাপারে ছুটির তারিখ দেখিয়ে আপনার ঘোরার পরিকল্পনা করে দিচ্ছে লেটেস্টলি বাংলা।

২০২৫ সালের জানুয়ারি মাসে রয়েছে ৪টি ছুটি। ১১ জানুয়ারি শনিবার ছুটি। ১২ জানুয়ারি রবিবার ছুটি। ১৩ জানুয়ারি ডে অফ নিয়ে নিন। ফলে ১৪ জানুয়ারি পোঙ্গল বা মকর সংক্রান্তির ছুটি পেয়ে যাবেন। ফলে আপনার ঘোরার পরিকল্পনা করতে অসুবিধা হবে না। তবে পোঙ্গলের ছুটি কোন কোন রাজ্যে রয়েছে, তা জেনে নিন পরিকল্পনা করার আগে। 

তবে ফেব্রুয়ারি মাসে সেভাবে কোনও সরকারি ছুটি  নেই। তাই ঘোরার পরিকল্পনা না করাই ভাল।

মার্চে রয়েছে হোলি বা দোল। এই মাসে আপনি নিজের ইচ্ছে মত ছুটি সাজিয়ে নিতে পারেন। বৃহস্পতিবার হোলিকা দহন বা বাংলায় বুড়ির ঘর পোড়ানো। শুক্রবার রঙের উৎসব। শুক্রেনর পর শনি রবিবার পড়ছে। ফলে হোলির ছুটি আপনি কাটাতে পারেন একেবারে আরাম করে। 

হোলির পর মার্চ মাসেই রয়েছে ইদের ছুটি। শুক্রবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি যদি অফিস ছুটি নেন, তাহলে শনি, রবি কাটিয়ে সোমবার অর্থাৎ ৩১ মার্চ ইদের আনন্দ পুরোদস্তুর উপভোগ করতে পারবেন। 

এপ্রিলেও রয়েছে ছুটির তালিকা। যা থেকে করতে পারেন ঘোরার পরিকল্পনা। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী। এরপর শনিবার অফিস ছুটি নিলে  রবিবীর বৈশাখী বা পয়লা বৈশাখ। এরপর  সোমবার রয়েছে অর্থাৎ ১৪ এপ্রিল আমেব্দকর জয়ন্তী। ফলে করতে পারেন ঘুরে আসার পরিকল্পনা। 

এই মাসেরই ১৮ এপ্রিল গুড ফ্রায়ডে। ফলে ১৯ এবং ২০ এপ্রিল শনি, রবি মিলিয়ে করতে পারে কোথাও টুক করে ঘুরে আসার পরিকল্পনা। 

মে  মাসেও রয়েছে কতগুলি ছুটি। ১ তারিখ মে দিবসের ছুটি। ১ মেে পড়েছে বৃহস্পতিবার। শুধু শুক্রবার আপনাকে অফিস থেকে ছুটি নিতে হবে। তাহলেই পরপর পড়ে যাবে শনি, রবি এবং আপনার ঘোরার দিন। রয়েছে বুদ্ধ পূর্ণিমার সপ্তাহও। ১০ এবং ১১ মে অর্থাৎ শনি, রবি ছুটি নিয়ে ১২ মে বুদ্ধ পূর্ণিমার ছুটি পেয়ে য়াবেন অনায়াসে। 

জুন মাসে কোনও ছুটি নেই সরকারি তালিকায়।

জুলাইতেও পুরো ফাঁকা। ক্যালেন্ডার অনুযায়ী জুলাই  মাসেও নেই তেমন কোনও ছুটি।

অগাস্ট মাসে রয়েছে ১৫ অগাস্ট। এবার ১৫ অগাস্ট শুক্রবার পড়েছে। ফলে শনি, রবি ছুটি নিয়ে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন। গণেশ চতুর্থীর ছুটিও রয়েছে এই মাসে। বুধবার অর্থাৎ ২৭ অগাস্ট গণেশ চতুর্থীর ছুটি। বৃহস্পতি, শুক্র অফিস থেকে ছুটি নিয়ে তারপরই পেয়ে যাবেন শনি, রবিবারের নির্দিষ্ট ছুটি। 

সেপ্টেম্বরে রয়েছে ইদ-ই-মিলান উৎসব। শুক্রবার ৫ সেপ্টেম্বর ইদ-ই-মিলান। এরপরই পেয়ে যাবে ৬,৭ অর্থাৎ শনি, রবিবারের নির্দিষ্ট ছুটির দিন।  সেই সঙ্গে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো। চলবে ২ অক্টোবর পর্যন্ত। ওই সময় বাঙালি মেতে উঠবে জীবনের সেরা উৎসবে। 

অক্টোবরে তো ছুটির শেষ নেই। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর সঙ্গেই পড়েছে দশমা বা দশেরা। বৃহস্পতিবার পড়েছে গান্ধী জয়ন্তী। ফলে শুক্রবার অফিস ছুটি নিলেই তারপর পেয়ে যাবেন শনিবার, রবিবারের ছুটি। সেই সঙ্গে রয়েছে দীপাবলির ছুটি। ১৮ এবং ১৯ অক্টোবর শনি, রবিবার ছুটির পর সোমবার আসছে দীপাবলি। ফলে এক নাগাড়ে ছুটি নিয়ে নিতে পারেন। 

নভেম্বরের ৫ তারিখে গুরুনানক জয়ন্তী। বুধবার নানক জয়ন্তী। বৃহস্পতি, শুক্র ছুটি নিন অফিস থেকে। এরপরই পেয়ে যাবেন শনি, রবিবারের নির্ধারিত ছুটি। 

ডিসেম্বরও রয়েছে ছুটির অবসর। ২৫ ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার। শুক্রবার ডে অফ নিন। তাহলেই পেয়ে যাবেন খ্রিস্টমাস সপ্তাহের শনি, রবিবারের ছুটি। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর পড়েছে বুধবার। ২০২৬ সালের ১ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। ওইকদিনও ছুটি। শুক্রবার মানে ২ জানুয়ারি ছুটি নিলে তারপরই পেয়ে যাবেন ওই সপ্তাহের শনিবার এবং রবিবার। অর্থাৎ আরাম করে ছুটির পরিকল্পনা করতে পারেন।