প্রতি বছর ২২ জুলাই পালন করা হয় বিশ্ব মস্তিষ্ক দিবস। এই দিনটি পালন করার প্রধান উদ্দেশ্য হল মানুষকে মস্তিষ্ক সম্পর্কিত রোগ এবং এই রোগ থেকে সুস্থ থাকার উপায় সম্পর্কে সচেতন করা। মস্তিষ্ক শরীরের এমন একটি অঙ্গ, যা গোটা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করতে কাজ করে, তাই মস্তিষ্কে হওয়া যেকোনও ধরনের সমস্যা শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তাই শরীর সুস্থ রাখার জন্য মস্তিষ্ক সুস্থ রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।

বিশ্ব মস্তিষ্ক দিবস পালন করা শুরু করে ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি (WFN)। ২০১৪ সাল থেকে পালন করা শুরু হয় বিশ্ব মস্তিষ্ক দিবস। ১৯৫৭ সালের ২২ জুলাই বেলজিয়ামে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি। বিশ্বব্যাপী মস্তিষ্কের স্বাস্থ্য এবং নিউরোলজি বিষয়ক গবেষণার একটি বিশেষ প্রবর্তক WFN। সারা বিশ্বের স্নায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এই সংস্থায়।

স্নায়বিক রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মস্তিষ্ক সংক্রান্ত গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, মস্তিষ্কের সমস্যায় আক্রান্তদের সাহায্য করা এবং মস্তিষ্ককে সুস্থ রাখার উপায় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হল বিশ্ব মস্তিষ্ক দিবস পালন করার প্রধান উদ্দেশ্য। বিশ্ব মস্তিষ্ক দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচী ও কর্মশালার আয়োজন করা হয় গোটা বিশ্বে। প্রতি বছর একটি থিমের মাধ্যমে পালন করা হয় বিশ্ব মস্তিষ্ক দিবস। ২০২৪ সালের বিশ্ব মস্তিষ্ক দিবস পালন করার থিম হল "মস্তিষ্কের স্বাস্থ্য এবং প্রতিরোধ"।