পারসি সমাজে নওরোজ পালন করা হয় নববর্ষ হিসেবে। এই দিনটি আধ্যাত্মিকভাবে উদযাপন করা হয়। বছরে দুবার নওরোজ অর্থাৎ নববর্ষ উদযাপন করে সারা বিশ্বের পারসি সম্প্রদায়। ২০২৪ সালে পারসি সম্প্রদায় মার্চের ২০ তারিখ প্রথম নওরোজ এবং ১৬ আগস্ট দ্বিতীয় নওরোজ পালন করবে। নওরোজে ডুডল তৈরি করে পারসি সম্প্রদায়কে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল।
প্রথম পারসি নববর্ষ পালন করা হয় বসন্ত বিষুবের উপর ভিত্তি করে, যা সাধারণত ২১ মার্চের কাছাকাছি পড়ছে। বিশ্বব্যাপী এই উৎসবটি মার্চ মাসেই পালন করা হয়। তবে ভারতের পারসি সম্প্রদায় শাহানশাহী ক্যালেন্ডার অনুসরণ করে বলে ভারতে এই উৎসবটি পালন করা হয় আগস্ট মাসে। এছাড়া ভারতে বছরে দুবারও নববর্ষ পালন করা হয়। প্রথমটি তথা মার্চ মাসে ইরানি ক্যালেন্ডার অনুসারে এবং দ্বিতীয়টি আগষ্ট মাসে শাহানশাহী ক্যালেন্ডার অনুসারে।
পারসি সম্প্রদায় নওরোজের দিনে তাদের বাড়ি ভালো করে পরিষ্কার করে নতুন জামাকাপড় পরে এই দিনটি ধুমধাম করে পালন করে। এদিন তারা অগ্নি মন্দিরে গিয়ে ঈশ্বরকে ফুল, ফল, জল, দুধ, চন্দন ইত্যাদি নিবেদন করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে তারা। এই দিনে পারসি সম্প্রদায়ের সকলেই নিজের বাড়ি রঙ্গোলি দিয়ে সাজায়।