রাত পেরোলেই নবী দিবস।ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আওয়াল মাসের ১২ তারিখে মক্কায় জন্ম হয়েছিল নবীর। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সেটা ৫৭০ খ্রিস্টাব্দ। পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। এই বছর ঈদ-এ-মিলাদুন্নবী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শেষ হবে।

বলা হয়, হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন মক্কা শরিফের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে। কারো কারো মতে, সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে। ইসলাম ধর্মাবলম্বীরা হজরত মহম্মদকে আল্লাহ প্রেরিত দূত হিসেবে মনে করেন। ঐতিহাসিকদের মধ্যে কারোর কারোর মতে ৫৭১ খৃষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আবার কেউ কেউ বলে থাকেন যে তিনি ৫৭০ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তবে অনেকে বলে থাকেন যে তিনি ৫৭০ খৃষ্টাব্দে আমিনার গর্ভে আসেন এবং ৫৭১ খৃষ্টাব্দে ভূমিষ্ঠ হন। তবে তাঁর জন্মবার হিসেবে সোমবার সম্পর্কে মতভেদ নেই।কথিত আছে, মহানবী হজরত মহম্মদ অত্যন্ত স্বল্পাহারী ছিলেন। বেশিরভাগ সময়ই উপবাস, নিদেনপক্ষে অল্প খেজুর ও জল গ্রহণ করেই তিনি ক্ষুনিবৃত্তি করতেন।

ইসলামী রীতি অনুযায়ী জন্ম ও মৃত্যু দিবস পালন করা নিষিদ্ধ ৷ তাই অনাড়ম্বর ভাবে নমাজ, রোজা, তসবী, কোরান পাঠের মধ্য দিয়ে নবীর জন্য দোয়া প্রার্থনা করার রীতি প্রচলিত৷ এদিন ঈদে মিলাদুন্নবিও পালন করে থাকেন মুসলিমরা।