Durga Puja 2023: এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছির পুজোর ১১ বছর, পুজোর থিম ‘আমাদের পুজো, আমরাই মুখ’ (দেখুন ভিডিও)
Sonagachi Durga Puja 2023 Photo Credit: Twitter@ANI

যৌনপল্লীর মাটি ছাড়া শুরু হয় না প্রতিমা গড়ার কাজ। তবু তাঁদের যেন আলাদা করে রাখতেই ভালোবাসে সমাজ। তাই শহরের বিভিন্ন পুজো কমিটির ব্যানারে-পোস্টারে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে  নায়ক-নায়িকাদের দেখা গেলেও  যৌনকর্মীদের পুজোতে মুখ দেখাতে রাজি হয়নি কোন নামী তারকাই। তাই অন্যদের মুখাপেক্ষী হয়ে নয়,পুজোর থিমে তাই যৌনকর্মীদের সগর্ব ঘোষণা— ‘আমাদের পুজো, আমরাই মুখ।’ এবছর এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছির পুজোর ১১ বছর। জোরকদমে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

তবে সোনাগাছির বাসিন্দাদের কাছে দুর্গাপুজো সত্যিই লড়াইয়ের। ২০১৩ সালে প্রথমবার পুজো হয়। কিন্তু নতুন পুজোর অনুমতি নিয়ে সমস্যা হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পুজো করা সম্ভব হয়। পরের বছরও একই রকম সমস্যা তৈরি হয়। সে বার একেবারে শেষ মুহূর্তে ঘরের ভিতরে পুজোর অনুমতি মেলে। ২০১৫ সালেও পুজোয় বাধা আসায় প্রতিবাদে উৎসবে অংশ নেয়নি সোনাগাছি। পরের বছর ফের পুজোর উদ্যোগী হলেও প্রশাসনিক বাধা আসে। শেষ পর্যন্ত ২০১৭ সালে পাওয়া আদালতের নির্দেশে সোনাগাছিতে দুর্বারের অফিসবাড়ির সামনে ডালপট্টির মোড়ে পুজো শুরু হয়।