দুর্গাপুজো মানেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ৷ কিন্তু এমন অনেক বাঙালি আছেন, যাঁরা পুজোতে বহু বছর বাড়ি ফেরেননি ৷ পুজোর সময় শহর কলকাতা যেমন সেজে ওঠে, ঠিক তেমনই বিদেশের বহু জায়গায় শুরু হয় পুজোর তোড়জোড় ৷ বহু প্রবাসী বাঙালি আছেন, যাঁরা দেশের বাইরে থেকেও দেশের গন্ধ নিতে বিদেশের মাটিতে দুর্গাপুজো করেন ৷ আজ দেখে নেব ভারতবর্ষ ছাড়াও দূর্গা পূজা করা হয় কোন কোন দেশে :
নেপাল :-
প্রাথমিক ভাবে নেপালের হিন্দু জনজাতির ঐতিহাসিক নিয়ম অনুসারে দূর্গা পূজা করা হয়, যা ভারতীয় ঐতিহাসিক নিয়ম এর সাথে অনেকটাই মিল আছে ।উৎসববের মধ্যে নেপালের রাজার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যা তিনি পালন করেন, বিশেষ করে সপ্তমী বা পূজার সপ্তম দিনে ।নেপালের দশমী - দাশেইন নামে পরিচিত।
বাংলাদেশ :
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু জনগোষ্ঠী এবং দুর্গা পূজা হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব।গোটা বাংলাদেশ জুড়ে উৎসবে মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।গ্রাম ও শহরগুলির মধ্যে বিস্তৃত হাজার হাজার পূজা মণ্ডপগুলিতে জ্বলে ওঠে আলো। উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর বাংলাদেশে একটি জাতীয় ছুটির দিন।
লন্ডন:
লন্ডনে শারদ উৎসব ঈলিং টাউন হলে দুর্গা পূজা উদযাপন করা হয় । ২০০৬ থেকে দূর্গা প্রতিমা বিসর্জনের জন্য লন্ডনের টেমস নদীতে অনুমতি দেওয়া হয়েছে।
ইউরোপ
ইউরোপের ডেনমার্কের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়োশন, প্রতি বছর ধুমধাম করেই ডেনমার্কের মাটিতে দুর্গা পুজো করে তারা ৷ শুধু তাই নয় এই সংগঠনের নিজস্ব ম্যাগাজিনও আছে ৷ পুজোর ক'টা দিন আনন্দ ,সাজগোজ, ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন ডেনমার্কের এই সংগঠন ৷ দশমীর দিন প্রতীমা বিসর্জনের সময় হয় সিঁদুর খেলাও ৷ ঠিক দেশি পুজোর কায়দায় চাঁদা তুলে আয়োজন করা হয় পুজোর৷
আমেরিকাঃ-
মার্কিন যুক্তরাষ্ট্রে পূজার সারা সপ্তাহ অর্থাৎ সাত দিন বাঙালি পরিবার এবং বন্ধু বান্ধবরা একসাথে সময় কাটাই এবং বাঙালি সংস্কৃতির চর্চাও করে। স্থানগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার, জাতিগত বস্ত্র, গয়না, বই এবং সঙ্গীত ডিভিডি বিক্রি করে স্টল এবং আরো অনেক কিছু নিয়ে আবেগপ্রবণ থাকে ।আমেরিকার দুর্গাবাড়িতেও পুজো হয় ধুমধাম করে ৷ পুজোর চারদিন আমেরিকানিবাসী বাঙালিরা একসঙ্গে পুজোর আয়োজন করেন ৷ গত ২২ বছর ধরে এইভাবেই চারদিন ধরে দেশি আনন্দ বিদেশের মাটিতে ভাগ করে নেন প্রবাসী বাঙালীরা ৷
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় সিডনি ও মেলবোর্নে প্রধান দূর্গা পূজার উৎসব অনুষ্ঠিত হয় । এছাড়া অস্ট্রেলিয়াতে ভারতসেবাশ্রম সংঘে প্রতিবছর নিয়ম মেনে মায়ের আরাধনা হয় ৷ পশ্চিমবঙ্গ থেকে জাহাজে করে পাঠানো হয় দুর্গা প্রতিমা ৷
মালয়েশিয়ায় এবং সিঙ্গাপুর :
মালয়েশিয়ার বাঙ্গালী এসোসিয়েশন এবং সিঙ্গাপুরের বাঙ্গালী এসোসিয়েশন ভোগ বণ্টন এবং অঞ্জলি সহ প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুর্গা পূজা উদযাপন করা হয় ।