Mahadashami Wishes In Bengali: আজ শুভ দশমী (Subho Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। আপনাকে বাংলা স্বাদের মিষ্টির (Sweet) শুভেচ্ছা। শব্দে ভিন্ন হলেও, দশমী বা বিজয়ার অর্থ কিন্তু এক। মা (Maa Durga) ফিরছেন ঘরে। মনখারাপ নিয়েও বিদায় জানাতে হবে গিরিনন্দিনীকে (Girinandini)। পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে। এ বছর দশমী ২০ আশ্বিন ১৪২৬ অর্থাৎ ইংরাজির ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার।
দশমীর এই মনখারাপ মাখা দিনেও আমরা ভাগ করে নিই শুভেচ্ছা- সৌহার্দ্য (Wish)। তাই 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)। আরও পড়ুন- Durga Puja 2019 Wishes: মহানবমী উপলক্ষে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি
WhatsApp Message Reads: আবার একটি বছর পরে
উমা আসবেন মোদের ঘরে
শুভ দশমী
WhatsApp Message Reads: নাড়ু...নিমকি...বোঁদে..মোয়ার
শুভেচ্ছা
।।শুভ হোক দশমী।।
WhatsApp Message Reads: পেঁজা তুলোর মেঘের ভেলা
মাঠ জুড়ে ওই কাশের মেলা
ঢাকের বাদ্যি, ঠাকুর দালান
ওই শোনা যায় দূর হতে
ঢাকী দাদা বিসর্জনের বাজনা বাজান
WhatsApp Message Reads: ত্বরা করি গিরিবর
দিবাকরে কর মানা....
তুমি তো অচলপতি
উদয়াচলের প্রতি
আজ্ঞা দাও যেন সম্প্রতি
দিনপতিকে ছাড়ে না
উল্লেখ্য, আসলে দুর্গা পুজোর সময় বসন্তকাল (Spring)। যাকে বলা হয় বাসন্তি পুজো (Basanti Puja)। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র (Lord Ramchandra) অকালে দেবীকে আরাধনা করেছিলেন সীতাদেবীকে (Sita Devi) উদ্ধারের জন্য। যা অকালবোধন (Akal Bodhan) নামে পরিচিত। এই পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে (Bengali Calendar) বছরের সেরা উৎসব(Main Festival) - দুর্গাপুজো।