Durga Puja 2019 Wishes: মহানবমী উপলক্ষে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি
ফাইল ছবি

Mahanavami Wishes In Bengali:  আজ শুভ নবমী (Subho Navami)। পুরাণ অনুযায়ী, এই তিথিতে দেবতাগণ ঋষি কাত্যায়নের আশ্রমে দেবীর (Maa Durga) আরাধনায় মেতে উঠেছিলেন। এই দিনটা বড় অদ্ভুত। একদিকে পুজোর (Durga Puja) আনন্দ। অন্যদিকে, মনের অচিনপুরে কেউ যেন বাজিয়ে দিয়ে যায় বিসর্জনের (Visarjan) বাঁশি। শারদ বিসর্জনের প্রাক্কালে ধুনোর গন্ধের মত চারিদিকে ছড়িয়ে যায় নিস্তব্ধতার হাতছানি। এদিন সকাল থেকেই মন বলে, পুজো যে আর মাত্র ২ টো দিন বাকি!ঠোঁটের কোণে আলতো হাসি তখন আলগোছে বলে দেয় - আরে! তাতে কী আবার তো বছর ঘুরেই মা আসবেন। এ বছর নবমী ১৯ আশ্বিন ১৪২৬ অর্থাৎ ইংরাজির ৭ অক্টোবর ২০১৯, সোমবার।

নবমীর এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)। আরও পড়ুন- Durga Puja 2019 Wishes: মহাঅষ্টমী উপলক্ষে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি

ফাইল ছবি
ফাইল ছবি
ফাইল ছবি
ফাইল ছবি

উল্লেখ্য, আসলে দুর্গা পুজোর সময় কিন্তু বসন্তকাল (Spring)। সেটাকে বলা হয় বাসন্তী পুজো (Basanti Puja)। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র (Lord Ramachandra) অকালে দেবীর আরাধনা করেছিলেন সীতাদেবীকে (Sita Devi) উদ্ধারের জন্য। এই পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে (Bengali Calendar) বছরের সেরা উৎসব (Main Festival)- দুর্গাপুজো। শ্রীরামচন্দ্র অসময়ে দেবীর পুজো করেছিলেন বলে শরতের (Autumn) এই পুজোকে বলা হয় অকালবোধন (Akal Bodhan)।