সম্প্রতি দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। এবছরই সেখানে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার সেই রথযাত্রার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে নবান্নে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থেকে শুরু করে রাজ্য পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ডাকা এই প্রস্তুতি বৈঠকে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অনেকে।
স্নানযাত্রার পুণ্য তিথিতে গতকাল দিঘার নবনির্মিত মন্দিরে স্নান যাত্রাঃ
Snan Yatra of Lord Jagannath at Digha Jagannath Temple . pic.twitter.com/5QFXpodook
— Syeda Shabana (@JournoShabana) June 11, 2025
রথের আগে পুরীর মন্দিরের মতো পাহাণ্ডিবিজয়ের মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নানযাত্রার অনুষ্ঠানে নিয়ে আসা হয়। পাহাণ্ডিবিজয় হলো স্নানযাত্রার আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে পাল্কিতে বা ভক্তদের কাঁধে চাপিয়ে কীর্তন, নানা বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে স্নান মণ্ডপে নিয়ে আসা। পাহাণ্ডিবিজয় এই মন্দিরে এ বার একদম নতুন। ফলে মন্দির চত্বরে দেখা যায় চরম ব্যস্ততা দেখা যাচ্ছে। দিঘায় ঘুরতে আসা পর্যটকরা ছাড়াও ভক্তরা বিভিন্ন স্থান থেকে এসে অংশ নেন স্নানযাত্রাতে।তাঁদের জন্য বিশেষ জায়গা তৈরি করা হয়েছিল। ওই মণ্ডপে বসেই ভক্তরা স্নানযাত্রা চাক্ষুষ করেন।
Digha, West Bengal: The Snan Yatra festival began at Jagannath Dham, Digha, on 11 June 2025, marking the start of Rathayatra festivities. Deities Jagannath, Baladev, and Subhadra Devi were bathed with water from 108 tirthas and sacred offerings
(Source : ISCKON) pic.twitter.com/crgRvYkGKc
— IANS (@ians_india) June 11, 2025