
আজ (৭ জুন, শনিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই ঈদ কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আসছে। আজ সকালে ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।
সরাসরি শুভেচ্ছা বিনিময়ের আগে সমাজ মাধ্যম ও ফেসবুক, টুইটারে শেয়ার করুন লেটেস্টলি বাংলার তৈরি শুভেচ্ছা বার্তা-